• " />

     

    দেরি করলে কুম্বলের জরিমানার হুমকি!

    দেরি করলে কুম্বলের জরিমানার হুমকি!    

    খেলোয়াড়ি জীবনে শৃঙ্খলা নিয়ে এক বিন্দুও ছাড় দেননি। কোচ হয়ে আসার পরও অনিল কুম্বলে সেই ধারাটা ধরে রেখেছেন। ভারতের নতুন কোচ এবার নিয়ম করেছেন, অনুশীলনে বা টিম বাসে কেউ দেরি করে এলে তাকে ৫০ ডলার জরিমানা করা হবে। এর মধ্যেই অলিখিত আইনটা চালু হয়ে গেছে।

    কদিন আগেই পাকাপাকিভাবে ভারতের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন কুম্বলে। প্রথম মিশন হিসেবে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা, এর মধ্যে ক্যারিবিয়ানেও চলে গেছেন কোহলিরা। কুম্বলে সেখানে গিয়েই নতুন এই নিয়ম করেছেন। শুধু দেরি করে আসাই নয়, ম্যাসিউরদের কাছে ম্যাসাজ নেওয়ার জন্যও নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছেন। চার দিন পর পর দলের সবাইকে নিয়ে একটা বৈঠকও করছেন কুম্বলে। বোঝাই যাচ্ছে, শৃঙ্খলা নিয়ে এক বিন্দু ছাড় দেবেন না ভারত কিংবদন্তি।

    তববে শৃঙ্খলা থাকলেও খেলোয়াড়েরা সেটি উপভোগ করছেন বলেই জানিয়েছে ভারতের দলের একটি সূত্র। এর মধ্যে দলকে নিয়ে গেছেন স্কুবা ডাইভিংয়ে গেছেন কুম্বলে, সেখানে সবার সুন্দর একটা সময় কেটেছে। দলের সবাইকে নিয়ে সংগীত সন্ধ্যারও আয়োজন করেছেন কুম্বলে। বোঝাই যাচ্ছে, দলীয় সংহতি বাড়ানোর জন্য চেষ্টা কমতি রাখছেন না।

     

    ২১ জুলাই অ্যান্টিগাতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচগুলো হবে জ্যামাইকা, সেন্ট লুসিয়া ও বারবাডোসে।