পাকিস্তানের দুর্দশা দেখছেন আফ্রিদি
টেস্ট আর একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইতোমধ্যেই। এশিয়া কাপ ও বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে তুলে ছেড়েছেন টি-টোয়েন্টির অধিনায়কত্বও। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রিকেটটা এখনই ছাড়ছেন না শহীদ আফ্রিদি। আর সেটার কারণ হিসেবে বলছেন, পাকিস্তান দলে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্য খেলোয়াড়ই দেখছেন না তিনি!
বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই অল-রাউন্ডার বলছিলেন, কেন পুরোপুরি অবসরে যাবার কথা এখনই ভাবছেন না তিনি, “পাকিস্তানে তো কোনো প্রতিভাই নেই। আন্তর্জাতিক ক্রিকেটে যে ধরণের প্রতিভা প্রয়োজন, আমাদের সেটা নেই।”
কিন্তু ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলেই জায়গা হয় নি সদ্য সাবেক অধিনায়কের। এসব বিষয়ে যথাসময়ে কথা বলবেন বলেও জানিয়ে রাখছেন আফ্রিদি, “আমি একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার। কিছু ব্যাপারে তাই চাইলেও কথা বলতে পারবো না। অবসরে যাই, দল কিভাবে নির্বাচন হয় সে নিয়ে অনেক কিছুই বলবো।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক ব্যর্থতার পর অনেকেই তাঁকে দলের ‘বোঝা’ বলতে শুরু করেছিলেন। আফ্রিদি অবশ্য সেটা মানতে নারাজ, “আমার কাছে নিজেকে কখনই দলের জন্য বোঝা মনে হয় নি। আমি সবসময় সম্মানের সাথে খেলতে চেয়েছি, ভালো একটা অবস্থানে থেকে অবসর নিতে চেয়েছি। আমার ইচ্ছে ছিল, দলটাকে একটা ভালো অবস্থায় রেখে বিদায় বলবো। কিন্তু এখন যাদের খেলতে দেখি, তাঁদের দেখে ভাবি, এরা পারলে আমি কেন খেলতে পারবো না?”
নির্বাচকদের কাছেও তিনি এ বার্তা পৌঁছে দিয়েছেন বলে বলছেন, “এখন যারা খেলছে এঁদের যে কারও চেয়ে আমি ভালো খেলোয়াড়। ইনজামাম ভাইকে (প্রধান নির্বাচক) আমি বলেছিও, এঁদেরকে সুযোগ দেয়ার পর যেন আমাকেও একটু সুযোগ দেয়া হয়। এরপর তিনিই সিদ্ধান্ত নেবেন যে আমাকে তাঁর প্রয়োজন আছে নাকি নেই।”