ক্যান্সার ধরা পড়েছে কারবেরির
কদিন থেকেই ভাল যাচ্ছিল না শরীর। ওয়ারউইকশায়ারের সঙ্গে চ্যাম্পিয়নশিপের ম্যাচটাও খেলেননি, গিয়েছিলেন পরীক্ষা নিরীক্ষা করাতে। হ্যাম্পশায়ার ব্যাটসম্যান মাইকেল কারবেরি দুঃসংবাদটা শুনেছেন এরপরই। শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার!
বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, 'তাঁর স্বাস্থ্য সম্বন্ধে সাম্প্রতিক রিপোর্ট, এবং পরিবার, বন্ধু ও সতীর্থদের সঙ্গে তাঁর কথা বলা থেকে হ্যাম্পশায়ার এটা নিশ্চিত করতে পারে যে, কদিন থেকেই ভাল না লাগার পর একজন বিশেষজ্ঞ এটা নিশ্চিত করেছেন, কারবেরির একটা টিউমার আছে, যা ক্যান্সারযুক্ত। চিকিৎসা শুরু করার আগে আরও পরীক্ষা করা হবে।'
ছয় বছর আগে ফুসফুসে রক্তপিন্ড ধরা পড়েছিল কারবেরির। প্রায় আটমাস বিশ্রামে ছিলেন সে সময়।
২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশের সঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল কারবেরির। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৬টি টেস্ট। শুধু হ্যাম্পশায়ার পরিবার নয়, কারবেরিকে শুভকামনা জানিয়েছেন মাইকেল ভন, শেন ওয়ার্নসহ অনেক ক্রিকেট তারকাই।
ক্যান্সারের সঙ্গে লড়াইটা নিশ্চয়ই চালিয়েই যাবেন কারবেরি!