• " />

     

    ভুল দেখছেন না, বুফনই!

    ভুল দেখছেন না, বুফনই!    

    পুরো মাঠজুড়ে খেলছে কিশোর বয়সের একদল বালক, বেশীরভাগেরই পরনে কেবল একখানা হাফপ্যান্ট। পাড়াগাঁ থেকে শুরু করে মফস্বল হয়ে বড় শহরের অলিগলি, এমন দৃশ্য গোটা দুনিয়া জুড়েই অগুনিত। তবে যে বিশেষ দৃশ্যের কথা বলা হচ্ছে সেটি ভিন্ন মাত্রা পাচ্ছে গোলপোস্টের নীচে দাঁড়ানো মাঝবয়েসী গোলরক্ষকের জন্য। বাচ্চাগুলোর সাথে তিনিও নেমে পড়েছেন ওই একখানা হাফপ্যান্ট পরেই! চোখ কচলানোর প্রয়োজন নেই, ঠিকই দেখছেন, ভদ্রলোক জিয়ানলুইজি বুফন!

     

     

    ইতালির পিসা শহরের সমুদ্র সৈকতসংলগ্ন মেরিনা ডি মাসা রিসোর্টের পার্কটিতে এভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন ইতালি জাতীয় দল ও ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের গোলরক্ষক জিজি।

     

     

    ইউরো কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার পর আপাতত ছুটিই কাটাচ্ছেন বুফনরা। আন্তর্জাতিক ফুটবলকে এখনই বিদায় বলছেন না ৩৮ পেরোনো এই ফুটবলার। আরও একটি বিশ্বকাপ খেলেই বুট-গ্লাভস তুলে রাখতে চান, জানিয়েছেন এমন প্রত্যাশার কথাও।