• " />

     

    ভারতের প্রাদেশিক দলের দায়িত্বে স্ট্রিক

    ভারতের প্রাদেশিক দলের দায়িত্বে স্ট্রিক    

    ‘ক্রিকেটার’ হিথ স্ট্রিক ‘কোচ’ হিসেবে খ্যাতি পেয়েছেন মূলত বাংলাদেশের সাম্প্রতিক উত্থানের সঙ্গী হয়ে। রুবেল, আল-আমিন, মুস্তাফিজ, তাসকিনদের হাতে বাংলাদেশের পেস আক্রমণ বদলে যাওয়ার পিছনে মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে তাঁকেই। এরপর এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দল গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব নিয়েও সাফল্য পান সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের জাতীয় পর্যায়ে যুক্ত হতে যাচ্ছেন- এমন গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন স্ট্রিক। অবশেষে জানা গেলো, আপাতত ভারতের রাজ্য দল উত্তর প্রদেশের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

     

     

    উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় হিথ স্ট্রিকের নিয়োগ চূড়ান্ত করা হয়। সভা শেষে অ্যাসোসিয়েশনের প্রধান রাজীব শুক্লা বলছিলেন স্ট্রিককে নিয়ে তাঁদের প্রত্যাশার কথা, “বোলার হিসেবে তিনি দুর্দান্ত ছিলেন, কোচ হিসেবেও নামডাক ছিল তাঁর। উত্তর প্রদেশের তরুণ ক্রিকেটারদের জন্য তাঁর দিকনির্দেশনা হবে অনেক বড় পাওয়া।”

     

    উত্তর প্রদেশের ক্রিকেট একাডেমির কর্মপরিকল্পনা তৈরি, কোচদের কাজের স্বরূপ ঠিক করে দেয়ার মতো দায়িত্ব স্ট্রিককে দেয়া হবে বলে জানিয়েছেন মি. শুক্লা।