• " />

     

    পেপে আছেন, নেইমার নেই!

    পেপে আছেন, নেইমার নেই!    

    ক’দিন আগেই শেষ হলো ইউরোপের ফুটবল মৌসুম। সদ্যসমাপ্ত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচন করতে ইতিমধ্যেই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। তালিকার প্রথমদিকে অনুমিতভাবেই রয়েছেন রোনালদো, মেসি কিংবা গ্রিজম্যানরা। চমক বলতে গত বারের ব্যালন ডি অরের তৃতীয় নেইমারই প্রথম দশে নেই। তবে তার চেয়েও বড় চমক বোধ হয় পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার পেপে; স্ট্রাইকারদের ভিড়ে তিনিও আছেন সেরা দশে!

     

    সর্বশেষ ইউরো ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন পেপে। নিজের দেশ পর্তুগাল ও ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে কাটিয়েছেন দুর্দান্ত একটি মৌসুম; জিতেছেন ইউরোপ সেরার দু’টো ট্রফিই। জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করার সুফলটাই অবশেষে পেলেন এই ডিফেন্ডার। অন্যদিকে তাঁরই মত দুই শিরোপাজয়ী বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধরা হচ্ছে এই পুরস্কার জয়ের সবচেয়ে ‘ফেভারিট’ হিসেবে। রিয়াল মাদ্রিদের এগারতম চ্যাম্পিয়নস লিগ ও পর্তুগালের ইউরো শিরোপা জয়ে ‘তুরুপের তাস’ ছিলেন সিআরসেভেন-ই।

     

    উয়েফার সেরা ফুটবলারের পুরস্কার জেতার দৌড়ে কম যাচ্ছেন না ইউরোতে গোল্ডেন বুট জেতা আঁতোয়ান গ্রিজম্যানও। অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ খেলার পেছনে গ্রিজমানের ভূমিকা অনেক বড়ই ছিল।   চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আর ইউরোতে তাঁর ছয় গোলের উপর ভর করেই তো শিরোপাজয়ের স্বপ্ন বুনে ছিল স্বাগতিক ফ্রান্স। রোনালদো, গ্রিজম্যানদের সাথে তালিকায় আছেন কাতালানদের লা লীগার শিরোপা জয়ের মূল কারিগর লিওনেল মেসিও। তাছাড়া এই মৌসুমে ইউরোপের গোল্ডেন সু জয়ী লুইস সুয়ারেজ, ওয়েলশ রূপকথার নায়ক গ্যারেথ বেলরাও আছেন সেরা দশের তালিকায়।

     

    কিন্তু এমএসএনের মেসি, সুয়ারেজ জায়গা পেলেও উপেক্ষিত থেকে গিয়েছেন নেইমার। লেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নায়ক জেমি ভার্ডি, রিয়াদ মাহারেজ কিংবা এন’গলো কান্তের জায়গায় হয়নি প্রথম দশজনের তালিকায়। যদিও সেরা বিশে নাম আছে তাঁদের প্রত্যেকেরই। তবে সেরা পঁচিশের তালিকায় বিস্ময়ের জন্ম দিয়েছেন উইগ্যান অ্যাথলেটিক ও নর্দান আয়ারল্যান্ডের স্ট্রাইকার উইল গ্রিগ। এই আইরিশ স্ট্রাইকার ভোট পেয়েছেন জুভেন্টাস ও ফ্রান্স তারকা পল পগবার সমান! তাঁর চেয়েও কম ভোট পেয়েছেন ম্যানসিটির ফুটবলার কেভিন ডিব্রুইন ও টানা তৃতীয়বারের মত সেভিয়াকে শিরোপার স্বাদ দেয়া কেভিন গামেইরোও।

     

    ইউরোপের সেরা দশ নির্বাচিত ফুটবলাররা হলেন- ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, আঁতোইয়ান গ্রিজম্যান, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজ, জিয়ানলুইজি বুফন, ম্যানুয়েল ন্যুয়ার, টনি ক্রুস, টমাস মুলার ও পেপে।