শাস্ত্রীর পাশে অখ্যাত তরুণ
প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা বেশ লম্বা সময়ই এক মালিকানায় রেখেছিলেন রবি শাস্ত্রী। এবার তাতে ভাগ বসালেন এক ইংলিশ তরুণ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের বিপক্ষে গ্ল্যামরগনের উনিশ বছর বয়সী ক্রিকেটার অ্যানুরিন ডোনাল্ড শাস্ত্রীর সমান ১২৩ বল থেকে তুলে নিয়েছেন দ্বিশতক। মজার ব্যাপার হল, শাস্ত্রী নিজেও গ্ল্যামরগনের সাবেক খেলোয়াড়। তিনি অবশ্য রেকর্ডটা গ্ল্যামরগনের হয়ে করেন নি, করেছিলেন রঞ্জি ট্রফিতে বোম্বের হয়ে বরদার বিপক্ষে, ১৯৮৫ সালে। সে ইনিংসের আলাদা বিশেষত্ব আবার এক ওভারে ছয় ছক্কার কারণে।
ডোনাল্ড যখন উইকেটে আসেন, ৯৬ রানে ৩ উইকেট হারিয়ে খানিক বিপাকেই তাঁর দল। ডোনাল্ড নিজেও কিছুটা সময় নেন থিতু হতে। প্রথম শতকটা আসে ৮০ বল থেকে। অথচ দ্বিতীয় শতকটাই তুলে নেন মাত্র ৪৩ বল মোকাবেলায়। ইনিংসের শুরুর দিকে দু’ দফায় জীবন পাওয়া ডোনাল্ড শেষ পর্যন্ত থামেন ২৩৪ রান করে।
১৩৬ বল খেলে তিনি ইনিংসটি সাজান ১৫ ছয় আর ২৬ চারে। শেষ ছয়টায় মাঠের পাশ দিয়ে যাওয়া এক গাড়ির কাঁচও ভেঙে ফেলেন! ১০০, ১৫০ আর ২০০- তিনটি মাইলফলকই পেরোন ছয় মেরে। প্রথম দিনের খেলা শেষে গ্ল্যামরগনের সংগ্রহ ৮ উইকেটে ৪৮১।
দিন শেষের প্রতিক্রিয়ায় ডোনাল্ড বলছিলেন, রেকর্ডের বিষয়টা তাঁর মাথায় ছিল না, “আমি খুশী দলকে একটা ভালো অবস্থানে পৌঁছে দিতে পেরে। অনেকদিন রান পাচ্ছিলাম না, বড় ইনিংস খেলতে পেরে ভালো লাগছে। রেকর্ডটার ব্যাপারে জানতাম না। তবে রবি শাস্ত্রীর মতো একজনের রেকর্ডের ভাগীদার হওয়াটা অবশ্যই আনন্দের।”
আর ছয় মেরে তিনটে মাইলফলক পেরোনো? “হ্যাঁ, ওটা ইচ্ছে করেই করা।”