• " />

     

    হিগুয়েইনের দাম ৯৪ মিলিয়ন!

    হিগুয়েইনের দাম ৯৪ মিলিয়ন!    

    ২৩/০৭/২০১৬

    যা কিছু রটছে

    হিগুয়েইন জুভেন্টাসে :

    গঞ্জালো হিগুয়েইন কি তাহলে তাহলে জুভেন্টাসেই পাড়ি জমাচ্ছেন? শোনা যাচ্ছিল, নাপোলির এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে পিএসজি ও আর্সেনাল উৎসাহী। কিন্তু কয়েক দিন থেকে গুঞ্জন, হিগুয়েইনের নতুন ঠিকানা হচ্ছে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। আজ স্কাই স্পোর্টস ইতালিয়া জানাচ্ছে, হিগুয়েইনের জন্য নাপোলির দেওয়া ৯৪ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজও কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস। আজ নাকি আর্জেন্টাইন স্ট্রাইকারের স্বাস্থ্যপরীক্ষাও হয়ে যাওয়ার কথা।  হিগুয়েইনের আসা মানে কি পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ছেড়েই দিচ্ছে জুভেন্টাস?- এমন প্রশ্নও উঠে যাচ্ছে।

     

    মাহরেজ আর্সেনালে?

    ইউরোস্পোর্ট জানাচ্ছে, লেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজকে নিয়ে আসছে আর্সেনাল। গত মৌসুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের জন্য তারা ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি। মাহরেজ ও আর্সেনালের মধ্যে কথাবার্তাও এর মধ্যেই অনেক দূর এগিয়ে গেছে বলেও গুঞ্জন।

     

     

    ২২/০৭/২০১৪ঃ

    যা কিছু ঘটছে

    রিয়াল নয়, বার্সেলোনায় আন্দ্রে গোমেজ!

    মাঠে নামার আগেই বোধ হয় রিয়াল সমর্থকদের চক্ষুশূলে পরিণত হলেন আন্দ্রে গোমেজ! গত সপ্তাহে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ভ্যালেন্সিয়া থেকে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন পর্তুগালের হয়ে ইউরো জেতা এই অ্যাটাকিং মিডফিল্ডার। রিয়াল টার্গেটের দিকে চোখ রেখেছিল বার্সেলোনাও! তবে তা নিয়ে তেমন তোড়জোর শোনা যায়নি কখনই! 

    অনেকটা অবাক করে দিয়েই ৫০ মিলিয়ন ইউরো দিয়ে ভ্যালেন্সিয়া থেকে ২২ বছর বয়সী এই তরুণকে কিনে নিয়েছে বার্সেলোনা। সামুয়েল উমতিতি, ডেনিস সুয়ারেজ, লুকাস ডিনিয়ের পর গোমেজ বার্সার কেনা নতুন মৌসুমের চতুর্থ খেলোয়াড়। 



    অন্যদিকে ভ্যালেন্সিয়া থেকেই স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোকে এক বছরের জন্য ধারে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল মিডলসবোরো। ২০১৪ সালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতলেও, ইংল্যান্ডে নেগ্রেদোর আগের সময়টা সফল ছিল না একদমই!


    ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসও থেমে নেই দলবদলের বাজারে। ডায়নামো জাগরেব থেকে ক্রোয়েশিয়ান এই উইঙ্গারকে জুভেন্টাস দলে ভিড়িয়েছে ২৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে।

    জার্মানিতে বরুশিয়া ডর্টুমুন্ড এবার কোমর বেঁধেই নেমেছে দলবদলের মৌসুমের লড়াইয়ে। গতকাল মারিও গোটশের সাথে চুক্তির পর আজই আরেক জার্মান আন্দ্রে শারলেকে ওলফসবার্গ থেকে নিজেদের দলে নেয়ার ঘোষণা দিয়েছে ডর্টমুন্ড। পাঁচ বছরের চুক্তিতে শারলেকে কিনতে ডর্টমুন্ডের খরচ হচ্ছে প্রায় ৩০ মিলিয়ন ইউরো। 


    যা কিছু রটছে

    বার্সা ছাড়ছেন রাকিতিচ?

    আন্দ্রে গোমজসহ বার্সার মূল দলে মিডফিল্ডারের সংখ্যা এখন নয় জন! যাদের ভেতর অনেককেই সাইড বেঞ্চেই সময় পার করতে হয় বেশিরভাগ সময়। তবুও নতুন মিডফিল্ডার দলে যোগ হওয়ায় বোধ হয় একটু বিরক্তই হয়েছেন রাকিতিচ! আন্দ্রে গোমেজকে বার্সা খেলোয়াড় হিসেবে নিশ্চিত করার পর রাকিতিচের এজেন্টের এক টুইট দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রাকিতিচের ক্লাব ছাড়ার গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছে বাতাসে।

    রাকিতিচের এজেন্ট মিকুয়েল সোর তার টুইটারে লিখেছেন, "আমার মনে হয় যাবার সময় হয়ে এসেছে..."। আর এই টুইটের পরই অনেকেই ভাবছেন এটাই রাকিতিচের ক্লাব ছাড়ার ইঙ্গিত! ২০১৪ সালে সেভিয়া থেকে যোগ দেয়ার পর থেকে লুইস এনরিকের দলের অন্যতম মূল ভরসা এই ক্রোয়েট মিডফিল্ডার। এতো সহজেই কী ছাড়বেন তাঁকে? 

    সিসোকোকে নিয়ে টানাটানি!

    ইউরোর ফাইনালে ফ্রান্স হেরে গেলেও মুসা সিসোকোর খেলা আলাদা করে নজর কেড়েছে সবারই। গত মৌসুমে রেলিগেটেড হওয়া দল নিউক্যাসেলে খেলায়, সিসোকোকে 'সহজ' লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অনেক ক্লাবই! তবে রাফা বেনিটেজও নাছোড়বান্দা! কোনোভাবেই ছাড়তে রাজি নন তিনি এই ফ্রেঞ্চ মিডফিল্ডারকে। রোমার নাম শোনা গিয়েছিল আগে, সিসোকোকে পাবার লড়াইয়ে এবার যোগ হয়েছে জুভেন্টাস আর এভারটনও!