• " />

     

    স্পেনের নতুন কোচ লোপেতেগুই

    স্পেনের নতুন কোচ লোপেতেগুই    

    ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পরেই ভিসেন্তে দেল বস্ক চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর পর স্পেনের কোচ কে হবে, সেটা নিয়েই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে জানা গেল নতুন কোচের নাম, জোলেন লোপেতেগুই হচ্ছেন স্পেনের নতুন কোচ।

    নামটা একটু অচেনাই ঠেকার কথা। খুব বেশি খেলোয়াড় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুই দলের হয়ে খেলেননি, লোপেতেগুই সেই বিরলদের একজন। তবে সাবেক এই গোলরক্ষক মূল একাদশে সবসময়ই উপেক্ষিত ছিলেন, দুই ক্লাবে মোট খেলতে পেরেছেন মাত্র ৬টি ম্যাচ। মূলত রায়ো ভায়েকানোতেই নিজেকে চিনিয়েছিলেন, ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছিলেন স্প্যানিশ লা লিগার এই ক্লাবে।

    কিন্তু ৪৯ বছর বয়সী এই কোচের ডাগআউট ক্যারিয়ারের শুরু মূলত ২০১৪ সালে। তার আগ পর্যন্ত স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করেছিলেন। দুই বছর আগে প্রথম দায়িত্ব পান পর্তুগিজ ক্লাব পোর্তোর। প্রথম মৌসুমে অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে। পোর্তোকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েও ছয় গোলে বিধ্বস্ত হতে হয়েছে। ঘরোয়া লিগেও কোনো শিরোপা এনে দিতে পারেননি। গত মৌসুমেও তেমন একটা সাফল্য পাননি, পোর্তোও ঘরোয়া লিগে খাবি খাচ্ছিল। শেষ পর্যন্ত মাস ছয়েক আগে বিদায় নিতে হয়েছে লোপেতেগুইকে।