স্প্যানিশ হয়ে বিপাকে পুয়োল!
তাঁকে বলা হয় ‘ওয়ান ক্লাব’ ফুটবলার, প্রায় দুই দশকের ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালানদের হয়ে জিতেছেন ছয়টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নশিপ। অথচ সময় কী নির্মম। স্রেফ একটি বাক্য উচ্চারণ করে স্বজাতির চোখে কার্লোস পুয়োল আজ ‘বিশ্বাসঘাতক’! টাকার বিনিময়ে তিনি নিজের জাতীয়তা বিক্রি করে দিয়েছেন- এমন গুরুতর অভিযোগও তুলছেন কেউ কেউ!
খবরে প্রকাশ, স্পেনের একটি অনলাইন স্পোর্টস প্ল্যাটফর্মের প্রচারণায় তৈরি করা একটি বিজ্ঞাপনে বার্সেলোনার সাবেক অধিনায়ককে বলতে শোনা যায়, “আমি কার্লোস পুয়োল এবং আমি একজন স্প্যানিশ”।
ব্যাস! ওই বিজ্ঞাপন প্রচারের পর থেকেই টুইটারে রীতিমতো ঝড় তুলছেন কাতালুনিয়ার বাসিন্দারা। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশায় থাকা কাতালানরা ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয় নি। ‘বেঈমান’, ‘বিক্রিত’ এমন অগুনিত ‘বিশেষণ’ যোগ হচ্ছে পুয়োলের নামের পাশে।
টুইটারে একজন ক্ষোভ ঝেড়েছেন, “টাকা নাও আর কাতালুনিয়াকে উদ্ধার করে ছাড়ো”। প্রায় অনুরূপ সুরেই আরেকজন লিখছেন, “লজ্জাজনক, পুয়োল! আমি ভেবেছিলাম তুমি তোমার লোকদের টাকার চেয়ে বেশী ভালোবেসো!”
তবে পুয়োলের পক্ষেও দাঁড়াচ্ছেন কাতালনদের কেউ কেউ। একজন যেমন প্রশ্ন তুলেছেন লোকজনের কপটতা নিয়ে, “মেসি যখন কাতালানদের কর ফাঁকি দেয়, তখন সেটা স্পেনের ক্ষতি বলে খুশী হও। আবার পুয়োল নিজেকে স্প্যানিশ বললে তাঁকে ধুয়ে দাও!”