• সিরি আ
  • " />

     

    হিগুয়েইনের জন্য রিয়ালের লাভের গুড়!

    হিগুয়েইনের জন্য রিয়ালের লাভের গুড়!    

    রেকর্ড ৯ কোটি ইউরোতে নাপোলি থেকে ‘শত্রু শিবির’ জুভেন্টাসে ভিড়েছেন গঞ্জালো হিগুয়েইন- এ খবর এখন পুরোনোই। আর্জেন্টাইন স্ট্রাইকার এই মুহূর্তে গ্যারেথ বেলের পর রোনালদোর সাথে যৌথভাবে বিশ্বের দ্বিতীয় দামী খেলোয়াড়। তবে হিগুয়েইনের বিকিকিনিতে অর্থকড়ির হিসেবটা কেবল জুভেন্টাস-নাপোলিই নয়, করছে রিয়াল মাদ্রিদও। ফিফার নিয়মানুসারে, এই লেনদেনের অর্থের আড়াই শতাংশ পাবে ‘এল পিপিতা’র পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ। তাই ওই ৯ কোটি ইউরোর সাড়ে ২২ লক্ষ যে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টদের পকেটে!

     

     

    ফিফার ওই নিয়ম অনুসারে, একজন ফুটবলার ১২ থেকে ২৩ বছর বয়সের মধ্যে যে ক্লাবে খেলবেন, পরবর্তী সময়ে তাঁর প্রতিবার দলবদলে সে ক্লাব মোট অর্থের ৫ শতাংশ করে ভাগ পাবে। হিগুয়েইনের ক্ষেত্রে এই লাভটুকু ভাগাভাগি করে নিচ্ছে রিভার প্লেট ও রিয়াল মাদ্রিদ। নিয়ম অনুসারে, কাগজে-কলমে দলবদল চূড়ান্ত হওয়ার এক মাসের মধ্যে এই অর্থ সংশ্লিষ্ট ক্লাবগুলোর পেয়ে যাওয়ার কথা।
     

    ১৯ থেকে ২৩ বছর বয়সের মধ্যে স্যান্টিয়াগো বার্নাব্যুতে থাকা হিগুয়েইন লস ব্ল্যাঙ্কোদের হয়ে ১৯০টি ম্যাচ খেলে গোল করেন ১০৭টি।