রিয়ালের কথা মনে করতে চান না এনরিকে
ন্যু ক্যাম্পে যোগ দেয়ার আগে পাঁচ মৌসুম খেলেছেন শত্রু শিবিরে। বার্সেলোনার হয়ে সাতবার এল ক্ল্যাসিকোয় গোল করেছেন, কিন্তু তার আগে কাতালানদের জালে এক ম্যাচেই রিয়াল মাদ্রিদের পাঁচ গোলে ছিল তাঁরও অবদান। সেই লুইস এনরিকে পরবর্তীতে বার্সেলোনার অধিনায়ক হয়েছেন, কোচিং ক্যারিয়ারেও সোনালি সময় পার করছেন ব্লগ্রানাদের সাথে। কিন্তু পুরনো ঠিকানার কথা কি একদমই মনে হয় না তাঁর? এনরিকে বলছেন, ওসব আসলে তিনি মনে করতেই চান না!
বার্সেলোনা প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জেতে ১৯৯১-৯২ মৌসুমে। যাদের হারিয়ে সেবার শিরোপা ঘরে তোলা, সেই ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া এবার জন গাম্পার ট্রফিতে আবার বার্সেলোনার প্রতিপক্ষ। প্রসঙ্গক্রমেই এনরিকের সংবাদ সম্মেলনে উঠে এলো পঁচিশ বছর আগের সেই উপলক্ষ, তিনি তখন রিয়াল মাদ্রিদে।
সে সময়ের কোনো স্মৃতি আলাদ্যা করে মনে পড়ে বর্তমান বার্সা বসের? “না। এবং আমি খুশী যে ওই সময়ের কোনো কিছু আমার পড়ে না। পেশাদারি কারণে তখন আমি কোথায় ছিলাম সেটা তো সবাই জানেই। এর বাইরে এ ব্যাপারে আর কিছু বলার নেই। পরবর্তী প্রশ্ন প্লিজ... ”
১৯৯১ থেকে ‘৯৬ পর্যন্ত স্যান্টিয়াগো বার্নাব্যুতে থাকা এনরিকে অবশ্য এর আগেও দাবী করেছেন রিয়াল মাদ্রিদে তাঁর সুখস্মৃতি নেই বললেই চলে। তাঁর কাছে কখনই মনে হয় নি মাদ্রিদ সমর্থকরা তাঁকে আপন ভাবতেন- এমন মন্তব্যও রয়েছে তাঁর।