ক্রিকেট ইতিহাসে স্টার্ক!
ধনঞ্জয় ডি সিলভার উইকেটটা নিয়েই ক্রিকেট ইতিহাসে ঢুকে গেলেন মিচেল স্টার্ক। ওয়ানডেতে স্টার্কের এটি শততম উইকেট, সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার রেকর্ডটাও গড়লেন অস্ট্রেলিয়ান পেসার!
স্টার্ক ভেঙ্গে দিয়েছেন সাবেক পাকিস্তানী স্পিনার সাকলাইন মুশতাকের রেকর্ড। ১০০ উইকেট নিতে মুশতাকের লেগেছিল ৫৩ ম্যাচ। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ওয়ানডেটা স্টার্কের ৫২তম। ৯৮ উইকেট নিয়ে এ ম্যাচ খেলতে নেমেছিলেন সময়ের অন্যতম দ্রুত এই বোলার।
কুশল পেরেরাকে বোল্ড করে পেয়েছিলেন ৯৯তম উইকেট। এরপর ডি সিলভার উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন মুশতাককে।
দ্রুততম ১০০ উইকেটের তালিকায় মুশতাকের পরে আছেন সাবেক দুই গতিতারকা, কিউই পেসার শেন বন্ড(৫৪) ও ব্রেট লি(৫৫)। কদিন আগে এ তালিকায় ঢুকেছিলেন ইমরান তাহির, তাঁর ১০০ উইকেট পেতে লেগেছিল ৫৮ ম্যাচ।