• " />

     

    বৃষ্টিতে পাকিস্তানের হাসি, কপাল পুড়ছে ভারতের

    বৃষ্টিতে পাকিস্তানের হাসি, কপাল পুড়ছে ভারতের    

    পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-ভারত, আর কিংসমিডে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, দুই জায়গাতেই ক্রিকেট নয়, জিতছে বৃষ্টি। প্রথম দিনের পর পোর্ট অব স্পেনে আর খেলাই হয়নি, আজ চতুর্থ দিনও ভেসে গেছে বৃষ্টিতে। ওয়েস্ট ইন্ডিজের এক ইনিংসও এখনো শেষ হয়নি, ২ উইকেট হারিয়ে তুলেছে ৬২। এই টেস্ট ড্র হচ্ছে, সেটা লিখেই দেওয়া যায়। সেক্ষেত্রে বিজয়ী আসলে দুই দলের কেউ নয়, পাকিস্তানই!

    একটু ধন্দে পড়ে যেতে পারেন। এই ম্যাচ ড্র হলে পাকিস্তানের সুবিধা হবে কীভাবে? এই টেস্টের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গিয়েছিল ভারত, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করে পাকিস্তান উঠে এসেছিল দুইয়ে। তবে ভারতকে শীর্ষস্থান ধরে রাখতে হলে এই টেস্ট জিততেই হতো। সেই সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে পাকিস্তানই উঠে যাবে শীর্ষে। 


    কিংসমিডেও ফলের সম্ভাবনা একটু একটু করে ক্ষীণ হয়ে আসছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গিয়েছিল ২৬৩ রানে। এর পর নিউজিল্যান্ড ২ উইকেটে ১৫ রান তোলার পরেই নেমেছে বৃষ্টি। আজ তৃতীয় দিনেও খেলা হয়নি। কাল-পরশু হওয়ার সম্ভাবনাও খুব বেশি নেই।