• সিরি আ
  • " />

     

    বাড়তি ওজনেই হিগুয়েইনের বেশি গোল

    বাড়তি ওজনেই হিগুয়েইনের বেশি গোল    

    ওজন নিয়ে শুনতে হয়েছে অনেক কথা, এমনকি ‘মোটা শুয়োর’ উপাধিও পেতে হয়েছে। সব সমালোচনার জবাব অবশ্য নিজের প্রথম ম্যাচেই দিয়েছেন। এবার সরাসরি মুখ খুললেন জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।

    রেকর্ড ৯০ মিলিয়ন ইউরোতে এই মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন হিগুয়েইন। তবে কোপা আমেরিকার পর সমালোচনা তাঁর পিছু ছাড়েনি। এর মাঝেই ফাঁস হয়ে যায় তাঁর ট্রেনিংয়ের ছবি, যেখানে তাঁকে অসম্ভব রকমের মোটা দেখাছিল।

    এরপর সমালোচনা, ব্যঙ্গ বিদ্রূপের পরিমাণ আরও কয়েকগুণ বেড়ে যায়। এসব নিয়ে বিরক্ত হিগুয়েইন, “আমাকে মোটা বলতে থাকুন সবাই, সমস্যা নেই। ওজন বাড়ছে বলেছেন? গোলও বাড়বে!”

     

                                                               অনুশীলনে "মোটা" হিগুয়েইন

     

    নিজের পরিশ্রমের কথাও তুলে ধরেন সাংবাদিকদের সামনে, “আমি গত ২০ দিন ধরে কঠোর পরিশ্রম করছি। তবুও আমাকে নিয়ে এসব কথা বলার কোন মানেই খুঁজে পাইনা।”

    অভিষেকেই তুরিনের বুড়িদের ম্যাচ জিতিয়েছেন। সব সমালোচনার জবাব দিতে পেরে খুশি এই আর্জেন্টাইন, “সত্যিই এটা স্বপ্নের মতো সূচনা। গোল করে নিজের দলকে ম্যাচ জেতানো আনন্দের ব্যাপার। বাইরে থেকে গোলটি দেখতে সহজ মনে হলেও আসলে এত সহজ ছিল না। আশা করি সামনের ম্যাচগুলোতেও ভাল করতে পারবো। ”


    বিশ্বকাপ, কোপা আমেরিকার হতাশার পর ইতালিয়ান লিগে নিজেকে প্রমাণ করার চেষ্টা অব্যাহত রাখবেন হিগুয়েইন। বাড়তি ওজন তাঁর পথে বাঁধা হয়ে দাঁড়াবেনা এটাই তাঁর ভক্তদের প্রত্যাশা।