• " />

     

    সেরা বাবার দৌড়ে ওয়ার্নার

    সেরা বাবার দৌড়ে ওয়ার্নার    

    বাইরের দুনিয়া তাঁকে চেনে বোলারদের আতংক হিসেবেই। সাত বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দাঁড়িয়ে তিনি এখন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক। অজিদের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতার পাশাপাশি দলগত আর ব্যক্তিগত অর্জনের তালিকাটা যথেষ্টই ভারী। তবে ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ব্যক্তিগত জীবনে একজন বাবাও। দুই সন্তানের গর্বিত জনক একান্তই পারিবারিক জীবনের ক্যামেরাবন্দি মুহূর্তগুলো নিয়মিতই ভাগাভাগি করেন সামাজিক মাধ্যমগুলোয়। ‘ক্রিকেটার’ হিসেবে সাফল্যের সনদ কম হয় নি, ওয়ার্নারের সামনে এবার সুযোগ ‘সফল’ বাবার স্বীকৃতি পাবার। অস্ট্রেলিয়ার ‘বর্ষসেরা ক্রীড়াবিদ বাবা’ সম্মাননার জন্য আরও নয়জনের সাথে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সী ওপেনার।

     

     

    দুই কন্যা সন্তানের বাবা ওয়ার্নার বলছেন আইভি আর ইন্ডি তাঁর জীবনটাই বদলে দিয়েছে ইতিবাচকভাবে, “আমি এখন অনেক বেশী পরিণত। নতুন নতুন কতো কী শিখছি। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও নিতে পারছি বেশ দক্ষতার সাথে।”

    দুই কন্যার মা ক্যানডিসও সাবেক অ্যাথলেট। নিজের মেয়েদের বাবা হিসেবে ওয়ার্নারকে সর্বোচ্চ নম্বরই দিচ্ছেন তিনি। আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য অবশ্য ওয়ার্নারকে ভোট পেতে হবে ভক্ত-সমর্থকদেরও। সে ভোটযুদ্ধে বাকি ন’জনকে পিছনে ফেলতে পারলে সম্মাননার পাশাপাশি পাওয়া যাবে ৫ হাজার ডলার, যা বিজয়ীর নামে জমা হবে কোনো দাতব্য সংস্থার তহবিলে।