বাংলাদেশ সফরেই ফিরছেন বেল?
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি, অভিজ্ঞতার ঝুলিটাও অনেক ভারী। তবুও অনেকদিন ধরেই ইংল্যান্ড দলে ব্রাত্য ইয়ান বেল। তবে সামনের মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরে দলে ফিরতে পারেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বয়স ৩৫ ছুঁইছুঁই করছে, আরেকবার দলে ফেরার আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন। গত বছরের নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত সিরিজে পাকিস্তানের বিপক্ষে শেষবারের মতো মাঠে দেখা গিয়েছিল তাঁকে। দলের মিডল অর্ডারের শোচনীয় অবস্থা মাথায় রেখে বেলকে ফেরত আনার কথা বিবেচনা করছেন কোচ ট্রেভর বেইলিস। স্পিনের বিপক্ষে তাঁর ব্যাটিং রেকর্ড বরাবরই উজ্জ্বল। বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে সিরিজে তাঁর অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি জোগাবে বলেই ভাবছেন তিনি।
বর্তমানে ওয়ারউইকশায়ার ক্লাবের হয়ে খেলছেন বেল, বছরের শুরুতে পেয়েছেন অধিনায়কত্বও। গত সপ্তাহে এজবাস্টনে সারের বিপক্ষে ম্যাচের পর ইংলিশ কোচ ট্রেভরের সাথে কথা হয় তাঁর।
নিজের শেষ করেকটি টেস্টে রান পাননি, ২১ ইনিংসে নেই কোন সেঞ্চুরি। খারাপ ফর্মের জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়েছিলেন। তবে ২২ সেঞ্চুরিসহ ৭৭২৭ রানের মালিক বেলকে আরেকটা সুযোগ দিতে চান কোচ। সিলেকশন কমিটিও ব্যাপারটি ভেবে দেখবে বলেই আশা ট্রেভরের।
এরই মাঝে অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশে খেলার আমন্ত্রণ পেয়েছেন বেল, ‘পার্থ সরসরার্সের’ সাথে চুক্তিটাও খুব দ্রুতই হয়ে যাবে হয়ত। তবে জাতীয় দলে ডাক পেলে লিগের অল্প কিছু ম্যাচই খেলতে পারবেন তিনি।
যদি নিরাপত্তা ইস্যু কাটিয়ে উঠে বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড, তাহলে সাদা পোশাকে আবার দেখা যাবে বেলকে। স্পিনে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ব্যাটসম্যান নিজের ক্যারিয়ারকে নতুনভাবে শুরু করবেন এই ফিরে আসার মাধ্যমে। সাকিব, মাহমুদুল্লাহদের সামনে বাধা হয়েই দাঁড়াবেন বেল, এটিই আশা করছে তাঁর ভক্তরা।