অবসরের আগে 'বাড়ি' ফিরবেন মেসি?
‘একবার ভাবুন তো নিওয়েলসের জার্সিতে বল পায়ে দৌড়চ্ছেন মেসি, গোটা দুনিয়ার ক্যামেরায় কলোসো (নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ঘরের মাঠ) আলো করে…’, বলতে বলতেই যেন স্বপ্নাতুর হয়ে গেলেন ক্রিস্টিয়ান আমিকো। নিওয়েলসের সহ-সভাপতি যেন অনেকটাই নিশ্চিত, বুটজোড়া তুলে রাখার আগে ঘরের ছেলে ঘরে ফিরবে। বিশ্বের সেরা ফুটবলারটিকে দলে টেনে ক্লাবের ইতিহাসটা নতুন করেই লিখতে চান আমিকো।
মেসিসহ আর্জেন্টাইন ফুটবলের বহু বড় তারকার প্রথম ঠিকানা হিসেবে নিওয়েলসের নামটা অপরিচিত নয় ফুটবল দুনিয়ায়। ২০০০ সালে বার্সেলোনার যুব একাডেমীতে চলে যাওয়ার আগে এই ক্লাবেরই যুব দলে ছিলেন মেসি। ক্যারিয়ারের লম্বা সময় সময় পেরিয়ে এসে আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক পাঁচ শতাধিক গোল আর গোটা ত্রিশেক শিরোপার মালিক।
২০১১ সালে নিওয়েলসের হয়ে এক চ্যারিটি ম্যাচে মেসি
সমসাময়িক বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার অবসরে যাওয়ার আগে আবার নিওয়েলসে ফিরবেন- এমনটাই প্রত্যাশা ক্লাব কর্তৃপক্ষের। আমিকো যেমনটা বলছিলেন, “ক্লাবের আরও অনেকের মতো আমিও বিশ্বাস করি, বিশ্বের এই মুহূর্তের সেরা খেলোয়াড়টিকে দলে এনে নতুন ইতিহাস গড়বো আমরা। মেসির গায়ে নিওয়েলেস জার্সিটা আবার দেখতে পাচ্ছি...।”
নিওয়েলসের দৈন্যদশা কাটাবেন মেসিই, এমন স্বপ্নই দেখছেন আমিকো, “তাঁর সাথে কতো স্পন্সর আসবে। আবেগের জায়গাটুকুর বাইরে তাই মেসি অর্থনৈতিকভাবেও ক্লাবের চেহারা বদলে দেবে। কতো ধারদেনা শোধ করবার বাকি।”
মেসিরও কি দেনা রয়ে গেছে কিছু পুরনো ঠিকানায়? সেসব মেটাতেই দেশে ফিরবেন অবসরের আগে? জবাব দেবে সময়ই।