ক্যান্সার নিয়ে রেফারিং করে নিষিদ্ধ লাইন্সম্যান
ফুটবলের প্রতি ভালোবাসা থেকে মানুষ কতকিছুই না করে। তবে বসনিয়ান প্রিমিয়ার লিগের লাইনসম্যান জুভো মেলিসিভিচ যা করেছেন, সেরকম উদাহরণ আসলেই বিরল।
গত ১ আগস্ট ছিল জেলযেযনিসার ও অলিম্পিক সারায়েভোর ম্যাচ। সহকারী রেফারি জুভো একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েই যাচ্ছিলেন। ওই দিন ব্যাপারটা নিয়ে কম তোলপাড় হয়নি। তারপর যা হবার তাই হল, ফুটবল কর্তৃপক্ষ শুনিয়ে দিল ১৮ ম্যাচ নিষেধাজ্ঞার কথা। কিন্তু ঘটনার তিন সপ্তাহ পর জুভো জানালেন যে পাকস্থলীর ক্যান্সার নিয়েই রেফারিং করতে গিয়েছিলেন সেদিন!
গতকাল বসনিয়ার পত্রিকা নেভনি আভাজযেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে মুখ খোলেন এই সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার, “আমি অসুস্থ, আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। আমি হাসপাতালেই ছিলাম ম্যাচের আগে, কিন্তু আগের রাতে আমি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে আসি। এটি সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমি ফুটবলকে অসম্ভব ভালোবাসি, এই ম্যাচে রেফারিং করার জন্য আমি অনেকদিন ধরেই আশা করে ছিলাম।”
তবে এই সিদ্ধান্তটা যে খুব একটা ভালো ফল বয়ে আনেনি তা অবশ্য বুঝতে পারছেন জুভো, “হাসপাতাল ছাড়ার সিদ্ধান্তটা হয়তো ভুলই ছিল। আমি প্রায় ১৫ বছর ধরে রেফারিং করছি, কখনোই নিষেধাজ্ঞার খড়গে পড়তে হয়নি। কিন্তু সেদিন আমি আসলেই অনেক ভুল করেছিলাম ম্যাচে।”
নিজের ইচ্ছাতেই হাসপাতাল ছেড়েছিলেন, তাই সব দোষ মাথা পেতে নিচ্ছেন, “এই নিষেধাজ্ঞার জন্য আমি দায়ী, যদিও ১৮ ম্যাচটা অনেক বেশি। কিন্তু আমি আপিল করবোনা, আর আমি জেলযেযনিসার ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।”
বসনিয়ার ফুটবল কর্তৃপক্ষ কি ক্যান্সারের বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন?