আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দিলশান
বয়স হয়ে গেছে ৩৯। অভিষেকের পর পার হয়ে গেছে ১৭ বছর। সমসাময়িকদের প্রায় সবাই এর মধ্যেই অবসর নিয়ে ফেলেছেন। এবার বিদায় বলে দিলেন তিলকরত্নে দিলশানও। অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীলঙ্কা ব্যাটসম্যান। রোব বার ডাম্বুলায় খেলবেন নিজের সর্বশেষ ওয়ানডে, আর শেষ টি-টোয়েনন্টি খেলবেন ৯ সেপ্টেম্বর।
এমন নয়, ফর্মটা খুব খারাপ যাচ্ছিল। বরং ২০১৩ সালের পর থেকে ওয়ানডেতে রানের মধ্যেই ছিলেন, গত তিন বছরে ওয়ানডেতে গড় ৪৯.১৮। গত বছরেই তো ওয়ানডেতে নিজের সেরা মৌসুমগুলোর একটি কাটিয়েছেন, বিশ্বকাপে সেঞ্চুরিসহ করেছেন ১২০৭ রান। এই বছরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান ছিল তাঁর। কিন্তু ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে শ্রীলঙ্কার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সেটির অংশ হিসেবেই এখন সরে যেতে হচ্ছে দিলশানকে।