• লা লিগা
  • " />

     

    রিয়ালে শেষ দেখে ফেলছেন হামেস?

    রিয়ালে শেষ দেখে ফেলছেন হামেস?    

    অনেক আশা নিয়েই ২০১৪ সালে মোনাকো থেকে মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। কিন্তু প্রথম মৌসুমে ৪৩ ম্যাচ খেলে আলো কেড়েছিলেন। কিন্তু গত মৌসুমে দলে জায়গা হারিয়ে ফেলেছেন, সব প্রতিযোগিতা মিলে মাত্র ২১ বার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। রোনালদো দলে না থাকার পরেও এই মৌসুমের প্রথম ম্যাচে মাত্র ১৩  মিনিটের জন্য মাঠে দেখা যায় এই কলম্বিয়ানকে। দলের কোচ জিনেদিন জিদান নিজেও স্বীকার করেছেন হামেসের নিজেকে হারিয়ে খোঁজা দলের জন্য খারাপ।


     

    সান্টিয়াগো বার্নাব্যুতে আজ রাতে সেল্টা ভিগোর মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন জিজু। সেখানে বিশেষভাবে গুরুত্ব পায় দলের ফরোয়ার্ড হামেস রদ্রিগেজকে নিয়ে তাঁর  দুশ্চিন্তার কথা। এদিকে আর্সেনাল, লিভারপুল, চেলসিসহ বিভিন্ন ক্লাবের সাথে তাঁর কথাবার্তার খবরও শোনা যাচ্ছে।  ইতালির তুরিনে নাকি তাঁর আইনজীবীরা বাড়ি কেনার চেষ্টাও চালাচ্ছেন! তাই স্বভাবতই সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রসঙ্গটি।

     

    মাঠে হামেসের কম উপস্থিতি নিয়ে জিদান নিজেও চিন্তিত, “সে রিয়ালের চুক্তিভুক্ত একজন খেলোয়াড়। তাঁর কম খেলা অবশ্যই চিন্তার ব্যাপার। আমি বরাবরই চেষ্টা করি সব খেলোয়াড়কে সমান গুরুত্ব দিতে। ওর সাথে আমার আলাদাভাবে কথা হয়নি, কারন আমি সবসময় সবাইকে সামনে রেখেই কথা বলি।”


    দলবদলের সময় শেষ হচ্ছে ৩১ আগস্ট। আজ যদি হামেসকে বেঞ্চে বসে থাকতে হয়, তাহলে তিনি রিয়াল ছাড়ার ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। তাহলে কি হামেসের রিয়াল অধ্যায় শেষ হয়ে যাচ্ছে?