• " />

     

    চীনে গেলেন পেলেগ্রিনি

    চীনে গেলেন পেলেগ্রিনি    

    ২০১৪ সালে জিতেছেন লিগ শিরোপা, গতবারের চ্যাম্পিয়নস লিগেও ‘সিটিজেন’দের তুলেছিলেন সেমিফাইনালে। এতো কিছু করেও অবশ্য চাকরিটা ধরে রাখতে পারেন নি, পেপ গার্দিওলার হাতে ছেড়ে এসেছেন ম্যানচেস্টার সিটির দায়িত্ব। তবে ম্যানুয়েল পেলেগ্রিনি নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। স্কোলারি-এরিকসনদের পথ ধরে তিনিও পা বাড়াচ্ছেন চায়নিজ লিগে। চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনের ডাগআউটেই আপাতত দেখা যাবে তাঁকে।

     

     

    চায়নিজ লিগের সাত ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা ক্লাবটিতে আছেন আর্জেন্টিনার ইজাকুয়েল লাভেজ্জি ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার গার্ভিনহো।

     

    এর আগে অবশ্য প্রিমিয়ার লিগেই থেকে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন পেলেগ্রিনি। পছন্দমতো প্রস্তাব না পেলে অবসরের ইঙ্গিতও দিয়েছিলেন।

     

    সম্প্রতি চীনা লিগে অর্থের ঝনঝনানি ভালোই প্রভাব ফেলতে শুরু করেছে ক্লাব ফুটবলের দুনিয়ায়। মোটা অংকের সম্মানী পেয়ে নামীদামী ক্লাব ছাড়ছেন অনেক নামকরা খেলোয়াড়ই। ব্রাজিলের লুইস ফেলিপে স্কোলারি বা ইতালির মার্সেলো লিপ্পিদের দিয়ে শুরু হয়েছিল ‘হাই প্রোফাইল’ কোচদেরও চীনযাত্রা। ম্যানচেস্টার সিটির ৬২ বছর বয়সী সাবেক কোচ সে দলেই সর্বশেষ সংযোজন।