• " />

     

    ক্যাসিয়াসকে না দেখে বিস্মিত রামোস

    ক্যাসিয়াসকে না দেখে বিস্মিত রামোস    

    ইউরো-মিশনের পুরোটাই দলের সাথে ছিলেন, তবে মূলত দর্শক হয়েই। জাতীয় দলের জার্সি তুলে রাখবেন, এমন আভাসও দিয়েছিলেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানান নি স্পেনের সাবেক অধিনায়ক। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত লা  রোজাদের নতুন স্কোয়াডে ইকার ক্যাসিয়াসের নামটা না দেখে তাই যেন একটু অবাকই হচ্ছেন বর্তমান অধিনায়ক সার্জিও রামোস।

     

     

    স্পেন জাতীয় দলের নতুন কোচ জুলেন লোপেতেগুই তাঁর প্রথম স্কোয়াডের জন্য বিবেচনা করেন নি ক্যাসিয়াসকে। ব্যাপারটায় যে অবাক হয়েছেন সেটা অস্বীকার করেছেন না রামোস, “সে আমাদের প্রথম অধিনায়ক। ইতিহাস বলেন আর ঐতিহ্য- ক্যাসিয়াস আমাদের কাছে সবকিছুরই প্রতীক। তাঁকে না ডাকায় আমরা সবাই তাই কিছুটা হলেও বিস্মিত হয়েছি।”

     

    তবে কোচের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক করতে চান না তিনি, “ক্যাসিয়াসের সাথে আমার কথা হয়েছে এ নিয়ে। কিন্তু কোচের সিদ্ধান্ত তো আপনাকে সম্মান করতেই হবে।”

     

    লোপেতেগুইয়ের তালিকায় নাম নেই চেলসি মিডফিল্ডার সেস ফাব্রেগাসেরও। এদিকে ক্লাবের পরিচয় বিবেচনায় দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে বার্সেলোনাকে ছাপিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদেরও অধিনায়ক রামোেসের তাতে খুশী না হওয়ার কোনো কারণ নেই, “অবশ্যই এটা একটা ভালো খবর। (জাতীয় দলে) এতো মাদ্রিদিস্তার উপস্থিতি প্রমাণ করে ক্লাবে আমরা ঠিক পথেই আছি।”

     

    দলে উল্লেখযোগ্য পরিবর্তন ইতিবাচক ভাবেই নিতে চান অধিনায়ক। আশা করছেন কোচের সিদ্ধান্তগুলো যথাসময়েই সাফল্য হয়ে কথা বলবে।