• " />

     

    সিঙ্গাপুরকে উড়িয়ে দিল কৃষ্ণারা

    সিঙ্গাপুরকে উড়িয়ে দিল কৃষ্ণারা    

    প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকেও উড়িয়েই দিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ মেয়েদের দল, হারিয়েছে ৫-০ গোলে। এএফসি অনূর্ধ্ব ১৬ বাছাইপর্বে শীর্ষস্থানও এখন অনেকটাই নিশ্চিত।

    ব্যবধানটা যা দেখাচ্ছে, তার চেয়েও অনেক বড় হতে পারত। পুরো ম্যাচেই বল সিঙ্গাপুরের অর্ধেই ঘোরাফেরা করেছে, বাংলাদেশের গোলরক্ষককে বল ধরতেই হয়েছে হাতেগোণা কয়েকবার। সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত। ৩৮ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার। প্রথমার্ধে সুযোগ পেয়েও বাংলাদেশ আর কোনো গোল করতে পারেনি।

    দ্বিতীয়ার্ধেই আরও বেশি জেগে ওঠে মেয়েরা। ৫০ মিনিটেই কৃষ্ণা পেয়ে যান নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল। এর মধ্যেই আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শেষ ১০ মিনিটেই একের পর এক গোল আসতে থাকে। ৮২ মিনিটে তৃতীয় গোল করেন আনু চিং মারমা। ৮৬ মিনিটে মারিয়া করেন চতুর্থ গোল। এর পর ম্যাচের শেষ মিনিটে আরেকটি গোল করে সিঙ্গাপুরের জালে শেষ পেরেকটি ঠুকে দেয় আনু চিং। গোল না পেলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের সাত নম্বর সানজিদা।