• " />

     

    জাল পাসপোর্ট নিয়ে 'আটক' ম্যারাডোনা

    জাল পাসপোর্ট নিয়ে 'আটক' ম্যারাডোনা    

    নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন প্রতিনিয়তই। কখনও বেফাঁস সব মন্তব্য করে, কখনও বা বিতর্কিত কোনো কাণ্ডে জড়িয়ে। ম্যারাডোনার এই পুরনো ‘ক্যারিয়ারে’ নতুন সংযোজন, কথিত জাল পাসপোর্ট নিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকা পড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। শেষ পর্যন্ত ফ্লাইট মিস করে ক্ষুব্ধ ম্যারাডোনার দাবী, রাজনৈতিক কারণে তাঁকে এভাবে হয়রানি করা হয়েছে।

     

     

    স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, রবিবার রাতে বুয়েন্স আয়ার্সের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বান্ধবীসহ দুবাই যাচ্ছিলেন ম্যারাডোনা। কিন্তু ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিতেই সেটি ম্যারাডোনার নিজের নয় এবং চুরি করা বলে দাবী করে কর্তৃপক্ষ। এ সময় তাঁকে আটকে রাখা হয়। এক পর্যায়ে তাঁকে ছাড়াই উড়াল দেয় দুবাইগামী বিমানটি।

     

    এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ ম্যারাডোনা বলছেন পুরো ব্যাপারটাই ষড়যন্ত্র, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ১৫ বছর ধরে আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি, কারও সেখানে কিছু বলার নেই। আমার জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করবে, এটা আমি মেনে নেবো না।”

     

    বিষয়টিকে ‘রাজনৈতিক হয়রানি’ দাবী করে ম্যারাডোনা জানিয়েছেন, তাঁর আইনজীবী ব্যাপারটা খতিয়ে দেখছে।