কান্না মুছে দিল ক্ষুদে মেসিরা
অনূর্ধ্ব-১২ বছর বয়সীদের একটি বৈশ্বিক টুর্নামেন্ট। বার্সেলোনার ক্ষুদে ফুটবলাররা তাতে শিরোপা জিতেছে, এটা নিশ্চয়ই এমন কোনো ‘খবর’ নয়। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির ভবিষ্যৎ প্রজন্ম কতো শিরোপাই তো জিতছে। কিন্তু জাপানে অনুষ্ঠিত টুর্ণামেন্টটির ফাইনাল জেতার পর সামাজিক গণমাধ্যমে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বার্সেলোনার বাচ্চাদের দলটি। না, অতিমানবীয় কোনো ফুটবল শিল্প দেখিয়ে নয়, ক্ষুদে মেসিরা ইন্টারনেট দুনিয়ার পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছেন ‘স্পোর্টসম্যানশিপ’ দেখিয়ে। ম্যাচ জেতার পর এই এতোটুকুন বাচ্চাগুলো যেভাবে সান্ত্বনা দিচ্ছিলো প্রতিপক্ষকে, সেটার ভিডিওচিত্র দেখে আবেগতাড়িত না হয়ে উপায় কী!
টোকিওতে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপটির ফাইনালে স্থানীয় অমিয়া আরদিজা জুনিয়র ক্লাবের মুখোমুখি হয় বার্সেলোনার ‘ইনফ্যান্টিল বি’। পুরো টুর্ণামেন্ট অনেকটা হেসেখেলেই পার হয়ে এলেও ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হয় বার্সার বাচ্চাদের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত হয়।
ম্যাচটি শেষ হওয়ার পরের একটি ভিডিওচিত্র আজ 'রিটুইট' করা হয় বার্সেলোনার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে। ‘ফেয়ারপ্লে’ শিরোনামের ভিডিওটিতে দেখা যায়, শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যাওয়ায় ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ে অমিয়ার জুনিয়ররা। এ সময় বার্সেলোনার দলটির অধিনায়ক আদ্রিয়া ক্যাপদেভিয়াসহ বাকি সতীর্থরা প্রতিপক্ষ দলের প্রত্যেককে আলাদা আলাদা করে বুকে টেনে সান্ত্বনা দিতে থাকে।
試合終了後のバルセロナU-12。特にキャプテン6番のカプテビラくんの対応が小学生に思えない! pic.twitter.com/7eosUUgc1s
— はるた (@harutavvs) 28 August 2016