• বিশ্বকাপ ২০১৪
  • " />

     

    জিদান কেন আলাদা ?

    জিদান কেন আলাদা ?    

    ইতালি ফুটবল দলের সাবেক কোচ সিজার মালদিনি তাঁর স্কোয়াডে এই একজনকে পেতে পাঁচজনকে ছেড়ে দিতেও রাজী ছিলেন! ফুটবল ইতিহাসে সেরাদের সেরা দলে তাঁকে জায়গা দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না। মেসি, রোনালদোদের আগে ফিফার বর্ষসেরা পুরস্কারটি তিনবার কেবল তাঁর হাতেই উঠেছিল। তিনি জিনেদিন জিদান। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স জাতীয় দলের হয়ে আর জুভেন্টাস, রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় ক্লাব ফুটবল মাতিয়ে ভক্তদের প্রিয় ‘জিজু’ এখন রিয়াল মাদ্রিদ ‘বি’ টিমের প্রধান কোচ।

     

    ফুটবল বিষয়ক অনলাইন পোর্টাল গোলডটকমের পাঠক-বিচারকরা সম্প্রতি তাঁকে ঠাই দিয়েছেন গোল হল অব ফেম-এ। স্বীকৃতির তালিকায় আরও একটি সংযোজনের মাহেন্দ্রক্ষণে নিজের কোন দিকটিকে আলাদা করে এগিয়ে রাখছেন জিদান? মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে সম্মাননা স্মারক গ্রহণকালে ৪২ বছর বয়সী কিংবদন্তী স্বমূল্যায়ন করলেন একটু ভিন্ন দৃষ্টিকোণে, “আমি মগজ খাটিয়ে খেলার চেষ্টা করতাম। এ জন্যে আমাকে কম পরিশ্রম করতে হয় নি। তবে সবকিছুই আমার মাথায় থাকতো। এটাই ছিল আমার বিশেষত্ব।”