• " />

     

    ওয়ালশই হচ্ছেন বোলিং কোচ

    ওয়ালশই হচ্ছেন বোলিং কোচ    

    এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সেটি এসে যাওয়ার কথা। কোর্টনি ওয়ালশই বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক হিসেবে কাজ করছেন। সেই দায়িত্ব শেষ হলেই যোগ দেবেন বাংলাদেশে। এটাই হবে সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসারের কোনো আন্তর্জাতিক দলের হয়ে প্রথম মিশন।

    বাংলাদেশের বোলিং কোচ কে হচ্ছেন, সেটি নিয়ে বেশ কয়েক দিন থেকেই চলছিল গুঞ্জন। শেন বন্ড, ওটিস গিবসন থেকে শুরু করে চামিন্দা ভাস, অ্যালান ডোনাল্ডের কথাও শোনা যাচ্ছিল। এর মধ্যে দুই দিন আগেই ডোনাল্ড নিশ্চিত করেছেন, সেরকম কিছু হচ্ছে না। ওয়ালশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ক্রিকইনফোসহ বাংলাদেশের প্রচারমাধ্যম জানাচ্ছে, সেটি এখন সময়ের ব্যাপার।

    টেস্টে মোট ৫১৯ উইকেট নিয়েছেন ওয়ালশ, তিনি অবসর নেয়ার সময় সেটিই ছিল সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক থেকে অনূর্ধ্ব ১৯ দলের ম্যানেজার, সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসের পরামর্শকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।