• " />

     

    কিরগিজদের জালে মেয়েদের ১০ গোল

    কিরগিজদের জালে মেয়েদের ১০ গোল    

    বাংলাদেশের কিশোরীদের জয়যাত্রা চলছেই। আগের দুই ম্যাচে ইরান ও সিঙ্গাপুরকে হারানোর পর আজ উড়িয়ে দিল কিরগিজস্তানকেও। ১০-০ গোলের জয়ে থাইল্যান্ডে মূল পর্বে খেলার সম্ভাবনাও আরেকটু উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের।

    দশ গোলের শুরুটা করেছিলেন আগের ম্যাচে আলো ছড়ানো আনু চিং মারমা। ২২ মিনিটে প্রথম গোলের পর আট মিনিট পরেই দ্বিতীয় গোল পেয়ে যায় বাংলাদেশ। এবার স্কোরার মারজিয়া। ৪২ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রাণী আবার এগিয়ে দেন। এরপর আবার আনু চিং মারমার দ্বিতীয় গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

    তবে বাংলাদেশ আগের ম্যাচের মতোই বিরতির পরেই গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন কৃষ্ণা, আজ পেয়েছেন হ্যাটট্রিক। জোড়া গোল পেয়েছেন শামসুন্নাহার, একটি করে গোল পেয়েছেন মারিয়া ও নারগিস খাতুন।

    তিন ম্যাচে জয়ের পরও অবশ্য বাংলাদেশের গ্রুপের শীর্ষে নেই। তিন ম্যাচে চাইনিজ তাইপে দিয়েছে মোট ২০ গোল, গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে দুই গোলে। পরের ম্যাচে বাংলাদেশ ড্র করলে তাই বাদ পড়ে যাবে বাছাইপর্ব থেকে। তবে কৃষ্ণারা নিশ্চয় চাইনিজ তাইপেকে হারানোর কথাই ভাববেন!