• " />

     

    ব্রেট লির সেরা কোহলিই

    ব্রেট লির সেরা কোহলিই    

    এবি ডি ভিলিয়ার্স, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ… এই সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে এঁদের নাম আসতে পারে। তবে ব্রেট লি এঁদের কাউকে নয়, বিরাট কোহলিকেই বলছেন সেরা।

    শচীন পরবর্তী যুগে ভারতের সেরা ব্যাটসম্যান বলা হয় কোহলিকে। তিন ধরনের ফরম্যাটেই নিজেকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায়। ভারতের টেস্ট অধিনায়কের ক্রিকেটীয় টেকনিকে মুগ্ধ লি, “সে বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। তাঁর টেকনিক অসাধারণ। কয়েক বছর আগে ভাবতাম অফ স্ট্যাম্পের বাইরে বাড়তি দুটি উইকেট বসালে হয়তো তাঁকে আউট করা যাবে। কিন্তু এখন তো সেটাও কঠিন হয়ে গেছে!”

    ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান কিছুদিন আগেই টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। এই বছরেই ওয়ানডের ইতিহাসে  দ্রুততম সময়ে ৭ হাজার রানের মালিক হয়েছেন। মাঠে তাঁর আক্রমণাত্মক মনোভাব নিয়ে সমালোচনা আছে। কিন্তু লি এটাকেই কোহলির বড় দিক মানছেন, “ সে আক্রমণাত্মক ভঙ্গিকে খেলতে ভালোবাসে। কিন্তু সেটা কখনোই সীমা ছাড়িয়ে যায় না। আমি নিজেও আক্রমণাত্মক ছিলাম। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর দলের জন্যই সবকিছু করে।”

    ৩৯ বছর বয়সী লি খেলা ছেড়েছেন ২০১৫ সালে। নিজের সেরা সময়ে অবশ্য কোহলির মুখোমুখি হতে হয়নি। তবে ভারত অধিনায়কের ভেতর অনেক নতুনত্ব দেখতে পাচ্ছেন তিনি, “ নিজের কৌশলকে অনেক বেশি উন্নত করেছে সে। সে স্বাধীনভাবে ব্যাটিং করে, এটাই তাঁর সাফল্যের রহস্য।”

    এর আগে পাকিস্তানি কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুস তাঁর ‘মডার্ন ডে ওয়ানডে একাদশে’ কোহলিকে ৩ নম্বর ব্যাটসম্যান হিসাবে স্থান দিয়েছিলেন।