জাতীয় দলকে মামুনুলের বিদায়!
বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আগামীকাল ভূটানের বিপক্ষে এশিয়ান কাপের প্রাক-বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের দলে ঠাঁই না হওয়ায় জাতীয় দলকে মাত্র ২৭ বছর বয়সেই বিদায় বললেন মামুনুল!
মালদ্বীপের কাছে ৫-০ গোলে হারা ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারনে। ভূটানের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুত থাকতে বলা হয়েছিল বাংলাদেশের অধিনায়ককে। তারপরও দলে নিজের নাম না দেখে খানিকটা অভিমান ছিল মামুনুলের গলায়, "এমন সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন! তবে আমার মনে হয়, জাতীয় দলের আমাকে দরকার নেই। ২০০৯ সাল থেকে আমি জাতীয় দলের হয়ে খেলছি। আমাকে বলা হয়েছিল ভূটান ম্যাচের জন্য প্রস্তুতি নিতে। কোচ আমাকে তাঁর সিদ্ধান্তের কথা জানাতে পারতেন। আমি খুবই অপমানিত বোধ করছি।"
২০০৯ সালে জাতীয় দলে যোগ দেয়ার ৪ বছর পর অধিনায়কও নির্বাচিত হন মামুনুল ইসলাম। এরপর থেকে নিয়মিতই ছিলেন জাতীয় দলের সঙ্গে। বাংলাদেশ দলের মিডফিল্ডের অন্যতম কান্ডারিও ছিলেন মামুনুল। তবে গত সাফ ব্যর্থতার পর থেকেই নানান সমালোচনা ছিল তাঁর নামে। অনিয়ম-বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত হয়ে নিষিদ্ধও হয়েছিলেন কিছুদিনের জন্য।
তারপর আবারও জাতীয় দলে ফিরলেও, নতুন কোচ সেন্টফিটের আস্থাভাজন না হতে পারায় দল থেকে বাদ পড়লেন। গত সপ্তাহে ট্রেনিংয়ের সময় দলের আরও কয়েকজন খেলোয়াড়সহ মামুনুল নিজেও অনুপস্থিত ছিলেন। কোচ তাঁর রাগের কথা তখনই জানিয়েছিলেন। তবে ইনজুরি সমস্যা না ফর্মহীনতায় নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মামুনুলকে ছাড়াই দল নির্বাচন করা হল তা অবশ্য এখনও জানা যায়নি।