• " />

     

    মেসিরা যখন অন্ধ!

    মেসিরা যখন অন্ধ!    

    বিশ্বের অন্যতম সেরা ক্লাব তারা। দলে আছেন মেসি, রাকিতিচ, বুস্কেটসদের মতো তারকা খেলোয়াড়রা। সেই বার্সেলোনাকেই ভড়কে দিয়েছে স্পেনের প্যারা অলিম্পিক ফুটবল দল। তবে এর মধ্যে একটা "কিন্তু" আছে!

    ৫ জনের ওই স্পেনের প্যারা অলিম্পিক ফুটবল দল খেলতে নেমেছিল বার্সার বিপক্ষে। স্পেনের দৃষ্টি প্রতিবন্ধী ওই দলের বিরুদ্ধে চোখ বেঁধেই খেলতে নেমেছিলেন মেসিরা। বলের সাথে ছিল বিশেষ প্রযুক্তির নয়েজ সিস্টেমও। তবুও সুবিধা করতে পারছিলেন না স্পেনের প্যারা অলিম্পিক ফুটবল দলের বিপক্ষে।

    বলের নিয়ন্ত্রণ হারিয়ে বার্সেলোনা দল তখন অসহায়। বার্সাকে নিয়ে ততোক্ষণে ছেলেখেলায়ই মেতে গেছে স্পেনের প্যারা অলিম্পিক দল। খেলা গড়াল টাইব্রেকারে। সেখানেও অবস্থার উন্নতি হল না!

    একের পর এক মিসের মহড়া দিয়ে গেলেন বার্সার খেলোয়াড়রা। পাঁচবারের ব্যলন ডি'অর জয়ী মেসিও চতুর্থ কিকটি মারলেন বারের বাইরে দিয়ে। তাতেই খেলা ফসকে গেল বার্সার হাত থেকে। প্যারা অলিম্পিক দলের কাছে হারতে বাধ্যই হলেন মেসি, বুস্কেটসরা।  কিন্তু এ হারে তো কষ্ট নেই-
    ই,বরং মেসিরা নিশ্চয় গর্ব বোধই করেছেন!