• " />

     

    রুমানার হ্যাটট্রিকে বাংলাদেশের সিরিজ জয়

    রুমানার হ্যাটট্রিকে বাংলাদেশের সিরিজ জয়    

    সংক্ষিপ্ত স্কোরঃ

    বাংলাদেশ মহিলা দলঃ  ৪০.১ ওভারে ১০৬ (সানজিদা ৩৩, রিতু ১৩, জাহানারা ১৪, নাহিদা ১১; কেনেলি ৪/৩২, গার্থ ২/২৪)

    আয়ারল্যান্ড মহিলা দলঃ ৩৭.৫ ওভারে ৯৬ (কেন্ডাল ২৩, সেসেলিয়া ৩৫, ডিল্যানি ২৬;  রুমানা ৩/২০, ফাহিমা ২/১৩, কুবরা ২/২০)


    টার্গেট কেবল ১০৭ রান। তবে এই স্বল্প রানের পুঁজি নিয়েই প্রতিপক্ষকে থামিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। রুমানা আহমেদের হ্যাট্রিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১০ রানের জয় পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সেইসাথে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছে জাহানারা-সানজিদারা।

    বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন রুমানা আহমেদ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নবম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। শনিবার বেলফাস্টের ইনস্টনিয়ান্স ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশের দেয়া ১০৭ রানের টার্গেটে ৪ উইকেটেই স্কোরবোর্ডে ৮৪ রান তুলে ফেলে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল। এরপরই রুমানার ঘূর্ণির কবলে পড়ে আইরিশ দল। পর পর তিন বলে তিন উইকেট নিয়ে ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন খুলনার মেয়ে রুমানা;  হ্যাট্রিকের পথে আউট করেছেন কিম গার্থ, শিলিংটন ও ম্যারি ওয়ালড্রনকে।

    এর আগে টসে জিতে ব্যটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক জাহানারা আলম। তবে শুরুতেই আইরিশ পেসার অ্যামি কেনেলির বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। তবে ৬ষ্ঠ উইকেটে ওপেনার সানজিদা ইসলাম ও রিতু মনি ৪৪ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামলে নেন। এরপর অধিনায়ক জাহানারা আলম ও নাহিদা আক্তার ৩২ রানের জুটিতে ভর করে ১০৬ রান করতে সক্ষম হয় বাংলাদশ মহিলা দল।

    জাহানারাদের দেয়া ছোট্ট টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৫২ রান তুলে ফেলে আইরিশ ওপেনার  মেগ কেন্ডাল ও সেসেলিয়া জয়েস। স্পিনার খাদিজাতুল কুবরার বলে ২৩ রানে এলবিডব্লিউ হয়ে ফিরেন কেন্ডাল। আর আইরিশদের হয়ে সর্বোচ্চ স্কোরার সেসেলিয়া (৩৫ রান) সাজঘরে ফিরেছেন রানআউট হয়ে। এরপর রুমানা এবং ফাহিমার লেগব্রেকের সামনে ৯৬ রানেই ইনিংস গুটিয়ে যায় আইরিশ মেয়েদের।

    বাংলাদেশের হয়ে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন রুমানা আহমেদ। তাছাড়া ফাহিমা ও খাদিজা পেয়েছেন দু’টি করে উইকেট। মজার ব্যাপার হলো, বাংলাদেশ ও আয়ারল্যান্ড মহিলা দলের ওয়ানডে সিরিজ ছিল দুই ম্যাচের। কিন্তু, বৃষ্টির কবলে গত দুই ম্যাচ ভেস্তে যাওয়ায় যুক্ত করা হয় এই তৃতীয় ম্যাচ। এক ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।  সিরিজ সেরার পুরষ্কার পেয়েছেন রুমানা আহমেদ।