• " />

     

    অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাকিব

    অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাকিব    

    অল্পের জন্য বড়সড় এক দুঃসংবাদ শুনতে হত বাংলাদেশকে। সকালে সাকিব আল হাসানকে নিয়ে যে হেলিকপ্টার কক্সবাজারে গিয়েছিল, ফিরতি পথেই বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন তিনজন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে সাকিব আজ সকালেই মেঘনা এভিয়েশনের এই হেলিকপ্টারটি করে গিয়েছিলেন কক্সবাজারে।

     

    এই হেলিকপ্টার করেই সকালে কক্সবাজারে গিয়েছিলেন সাকিব (ছবিঃ ফেসবুক)


    নিহত ব্যক্তির নাম শাহ আলম। সাকিব যে এজেন্সির হয়ে বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে কক্সবাজার গিয়েছেন, সেই এজেন্সির হিসাব বিভাগে কাজ করতেন তিনি। কক্সবাজার সদর হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, কপালের দুই পাশে মারাত্মক আঘাতের কারণে দুই কান দিয়ে তাঁর রক্তক্ষরণ হয়েছে। হেলিকপ্টারের পাইলটও মারাত্মকভাবে আহত হয়েছেন; চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়েছে। দুর্ঘটনায় আহত অন্যান্যদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

    সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দেয়ার পরপরই অন্যান্য যাত্রী নিয়ে হেলিকপ্টারটি যাত্রা করেছিল। মানসিকভাবে কিছুটা ধাক্কা খেলেও সাকিব সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। 


    দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার (ছবিঃ ফেসবুক)