• " />

     

    প্যারা অলিম্পিকে মর্মান্তিক মৃত্যু সাইক্লিস্টের

    প্যারা অলিম্পিকে মর্মান্তিক মৃত্যু সাইক্লিস্টের    

    গতকাল রিও প্যারা অলিম্পিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানি সাইক্লিস্ট বাহমান গোলবারনেজাদ। ছেলেদের সি৪ রেস চলাকালে এই ঘটনা ঘটে।

    উঁচু নিচু পাহাড়ি রাস্তায় হচ্ছিল রেস। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন বাহমান। সাথে সাথেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মাঝেই মারা যান তিনি। পরবর্তীতে অলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানায়, “দুর্ঘটনার পরপরই তাঁকে এ্যাম্বুলেন্সে করে ইউনিমেড রিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।”

    বিশ্ব সাইক্লিং কমিটির পরিচালক পিয়েরস জোন্স এই ব্যাপারে আরও তদন্ত করা হবে বলে জানান, “আমরা যথাসম্ভব চেষ্টা করছি দ্রুত সব তথ্য সংগ্রহ করার জন্য। আশা করি কয়েকদিনের মাঝেই সবকিছু হাতে পাব ।”

    রিও প্যারা অলিম্পিকের গণযোগাযোগ পরিচালক মারিও আন্দ্রাদা এক সংবাদ সম্মেলনে মৃত্যুর কারণ সম্পর্কে জানান, “পাহাড়ি রাস্তায় পড়ে গিয়েছিলেন তিনি। এতে তাঁর হেলমেট অনেকটাই ভেঙে গেছে, ফলে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন। এই কারণেই তাঁর মৃত্যু হয়।”

    এই ঘটনায় অলিম্পিকে নেমে এসেছে শোকের ছায়া। অলিম্পিক ভিলেজে গতকাল ইরানি পতাকা অর্ধনমিত রাখা হয়। আজকের সমাপনী অনুষ্ঠানে তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। বিভিন্ন সংস্থা থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে তাঁর মৃত্যুর পর।

    ইরানের জাতীয় প্যারা অলিম্পিক কমিটির মহাসচিব মাসুদ আশরাফি কিছুতেই ব্যাপারটা  মানতে পারছেন না, “সে ১২ বছর ধরে সাইকেল চালাত। আমাদের দলের সেরা সাইক্লিস্ট ছিল সে, এই মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায় না। সে বিবাহিত ছিল, তাঁর একটি বাচ্চাও আছে।। সে খুবই দয়ালু একজন মানুষ ছিল যে তাঁর পরিবারকে অনেক বেশি ভালোবাসতো।”

    গত বুধবার সি-৪ রেসের ট্রায়ালে ১৪-তম হয়েছিলেন বাহমান। ২০০২ সাল থেকে তিনি খেলার সাথে যুক্ত ছিলেন, অংশ নিয়েছিলেন ২০১২ প্যারা অলিম্পিকেও। এর আগে ১৯৬০ সালে রোম অলিম্পিকে ড্যানিস সাইক্লিস্ট নুদ এনেমার্ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।