এখনো হাঁটতে পারছেন না শুমাখার
একসময় ঝড় তুলেছিলেন ট্র্যাকে, কিন্তু গত আড়াই বছর ধরে বিছানাতেই কাটাতে অচ্ছে মাইকেল শুমাখারকে।ভয়ংকর এক স্কি দুর্ঘটনায় মৃত্যুকে খুব কাছ থেকেই দেখে এসেছিলেন জার্মান এই ফর্মুলা ওয়ান কিংবদন্তি। তবে গতবছর একটি জার্মান পত্রিকা দাবি করে শুমাখার হাঁটতে পারছেন! এর বিরুদ্ধে মামলা করে তাঁর পরিবার। জার্মানির আদালতের এই মামলার এক শুনানিতে জানা যায়, তিনি নিজে থেকে দাঁড়াতেও পারেন না এখনো।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলেকে নিয়ে ফ্রান্সের আল্পসে স্কি করার সময় মাথায় মারাত্মক আঘাত পান শুমাখার। এরপর হাসপাতালে নেয়া হলে প্রায় ৬ মাস কোমাতে থাকেন তিনি। পরে জ্ঞান ফিরলে তাঁকে নিজের বাসায় নিয়ে যাওয়া হয়। বরাবরই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছিল পরিবারটি। তবে জার্মানির বুন্টে ম্যাগাজিন গতবছর তাদের কভার স্টোরিতে দাবি করে শুমাখার আবারো নিজের পায়ে দাঁড়াতে পারছেন! এই খবরে ভালোই চটেছিল তাঁর পরিবার। পত্রিকাটির বিরুদ্ধে ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অভিযোগে ৪০ হাজার ইউরো থেকে ১ লাখ ইউরো পর্যন্ত মানহানির মামলা করে তারা।
শুমাখারের অবস্থা সম্পর্কে তাঁর আইনজীবী ফেলিক্স ড্যাম জানান, “তিনি হাঁটতে পারছেন না। এমনকি তিনি থেরাপিস্টের সাহায্য ছাড়া দাঁড়াতেও পারেন না।”
এদিকে শুমাখারের ব্যাপারে এরকম খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর ম্যানেজার স্যাবিন কেম, “এই ধরনের মনগড়া খবর ছাপা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি মারাত্মক আহত, আর এই অবস্থায় তাঁর গোপনীয়তার দরকার আছে। এইসব খবর মানুষকে মিথ্যা আশা দেবে।”
গত মে মাসে ফেরারির সাবেক প্রধান লুকা ডি মন্টেজমলো সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে শুমাখারের শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে কথা বলেন, “ সে সুস্থ হয়ে উঠছে শুনে আমি খুবই আনন্দিত। আমি জানি সে কতটা শক্ত একজন মানুষ। আমি নিশ্চিত সে তাঁর দৃঢ় মনোবলের মাধ্যমে খুব দ্রুতই এই অবস্থা থেকে বের হয়ে আসবে।”
লুকার এই মন্তব্যের পরেই আদালতের শুনানি শুরু হয়, যা এখনো চলছে। আগামী অক্টোবরে আদালত তাঁর সিদ্ধান্ত জানাবেন।