• " />

     

    সেরা তিন থাকছে না ব্যালন ডি'অরে

    সেরা তিন থাকছে না ব্যালন ডি'অরে    

    ব্যালন ডি'অর এর সাথে গাটছাড়া বেধে বর্ষসেরা ফুটবলারের পুরষ্কারটা ফিফা দিয়ে আসছিল ২০১০ সাল থেকেই। কিছুদিন আগেই ঘোষণা এসেছিল এই দুই সংস্থা আর এক সাথে কাজ করছে না! আগের মতো ফিফা নিজেই ঘোষণা করতে চায় বর্ষসেরা ফুটবলারের নাম। তাই ব্যালন ডি'অরও ফিরে যাচ্ছে নিজেদের পুরোনো ফরম্যাটেই। 

    তবে আগের চেয়ে কিছুটা পরিমার্জিত আর পরিবর্ধিত রূপে দেখা যাবে এবারের ব্যালন ডি'অর। শুধু সেরা খেলোয়াড় নির্বাচনই নয়, সেরা ২৩ জনের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাবে এবার। ২৩ জনের বদলে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হবে এবার।

    এবারের ব্যালন ডি'অরকে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ অভিহিত করছে 'নতুন দিনের সূচনা' হিসেবে। গত ছয় বছরের ব্যালন ডি'অর জয়ী নির্বাচনে নেয়া হয়েছিল জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোট। এবার সেখান থেকে কিছুটা সরে এসেছে ব্যালন ডি'অর কর্তৃপক্ষ। শুধুমাত্র সাংবাদিকদের ভোটেই নির্বাচিত হবেন ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। খেলোয়াড় আর কোচদের অংশগ্রহণ আর থাকছে না ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিনের এই মহাযজ্ঞে। ভোট প্রদানের মাধ্যমে পৃথিবীর সবদেশ থেকে বাছাই করা সাংবাদিকদের একটি দল নির্বাচন করবেন ব্যালন ডি'অর জয়ীর নাম। 

    এক নজরে ব্যালন ডি'অর এর নতুন নিয়মগুলোঃ


    ১. সেরা ৩০ জন ফুটবলার বাছাইয়ের জন্য নেয়া হবে ভোট। আগে ভোট নেয়া হত ২৩ জনের জন্য।

    . আগের মতো আলাদা করে শীর্ষ তিন জনের নাম আর ঘোষণা করা হবে না। ওই ৩০ জনের ভেতর থেকেই অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে ব্যালন ডি'অর জয়ীর নাম।

    ৩. বছর শেষ হওয়ার আগেই ঘোষণা করা হবে ব্যালন ডি'অর জয়ীর নাম।

    ব্যালন ডি'অর তাদের নতুন দিকনির্দেশনা ঠিক করলেও, আলাদা হয়ে যাওয়ার পর এখনও ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।