এত কিছুর পরও ভারতকে নিয়ে আশাবাদী মিসবাহ
শেষবার দুই দলের মধ্যে সিরিজ হয়েছিল ২০০৭ সালে। এরপর রাজনৈতিক টানাপোড়েনের জন্য দুই দলকে আর কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। সাম্প্রতিককালে দুই দেশের তিক্ততা বেড়েছে কয়েকগুণ। কাশ্মীরের ঘটনায় ১৯৯৮ সালের পর আবারো যুদ্ধের ডামাডোল বাজছে ভারত-পাকিস্তান সীমান্তে। তবে এতকিছুর পরেও ভারতের সাথে খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।
গতকাল এক সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান সিরিজের ব্যাপারে নিজের আশার কথা শোনান মিসবাহ, “পাকিস্তান সবসময়ই ভারতের সাথে খেলতে চায়। কিন্তু তারা যদি আমাদের সাথে না খেলতে চায় তাহলে আমরা কী করতে পারি!”
নিজেদের মধ্যে সিরিজ না খেললেও বিশ্বকাপসহ অন্য ক্রিকেটীয় আসরগুলোতে মুখোমুখি হয়েছে দুই দল। শেষবার এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে মুখোমুখি হয় তারা । সেটিও মনে করিয়ে দিয়েছেন মিসবাহ, “ যদি আইসিসির ইভেন্টগুলোতে ভারত আমাদের সাথে খেলতে পারে, তাহলে সিরিজ আয়োজন করতে কী সমস্যা।”
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অনুরাগ বসুর কথা অবশ্য খুব একটা আশার আলো দেখাচ্ছে না পাকিস্তানকে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই পাকিস্তানের সাথে সিরিজ আয়োজনের কথা ভাবছেনা বলেই গত সপ্তাহে জানান তিনি। গত ১৮ সেপ্টেম্বর উরি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হন, এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত।