নিজেদের ম্যাচ দেখতে পারছে না অস্ট্রেলীয়রা!
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক কোনো ম্যাচ হচ্ছে অথচ দেশটির ক্রিকেটপ্রেমীরা টিভি পর্দায় চোখ রাখতে পারছেন না, এমন ঘটনা বিরলই। এমনটাই অবশ্য ঘটছে আজ। দক্ষিণ আফ্রিকা সফররত অস্ট্রেলিয়া দল আজ একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের। তবে টিভি সত্ত্বের জটিলতার জন্য অস্ট্রেলিয়ায় ম্যাচটি দেখা যাচ্ছে না।
বেনোনির উইলোমোর পার্কে চলা এই ম্যাচটি অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে খেলাটি সম্প্রচার করছে সুপার স্পোর্টস। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজটি অস্ট্রেলিয়াতে সম্প্রচার করবে ফক্স স্পোর্টস, তবে এই ম্যাচটি দেখাচ্ছে না তারা।
দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচগুলোর পাশাপাশি এই ম্যাচটির সম্প্রচার সত্ত্ব কেনার জন্যও ফক্স চ্যানেলকে আহবান জানানো হয়েছিল। কিন্তু চ্যানেলটির কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সে আহ্বানে সাড়া দেয় নি। ক্রিকেট অস্ট্রেলিয়ায় মিডিয়া এবং যোগাযোগ বিভাগের নির্বাহী প্রধান বেন আমারফিও ম্যাচটি সম্প্রচারের ব্যাপারে আশাবাদী ছিলেন, “আমাদের লক্ষ্য অস্ট্রেলিয়ার সব অ্যাওয়ে ম্যাচগুলো দেশে সম্প্রচার করা। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা সংশ্লিষ্ট প্রচার মাধ্যমের উপরই বর্তায়।”
এমনটা খুব কমই হয়েছে যে অস্ট্রেলিয়ার দেশের বাইরের ম্যাচগুলো ফক্স স্পোর্টস সম্প্রচার করেনি। যদিও সাম্প্রতিক সময়ে সম্প্রচার সত্ত্ব নিয়ে ফক্স চ্যানেল অনেক জটিলতার সৃষ্টি করেছে। কিছুদিন আগে হয়ে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও সম্প্রচারের ব্যাপারে চ্যানেলটি সিদ্ধান্তহীনতায় ভুগছিল। চলমান ভারত-নিউজিল্যান্ড সিরিজ, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচার করছে ফক্স।
জানা গেছে ২০১৩ সাল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না ফক্স চ্যানেলের। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের প্রথম দুই মৌসুমের সম্প্রচার স্বত্ব ফক্সের থাকলেও তৃতীয় মৌসুমে টেন নেটওয়ার্কের কাছে স্বত্ব বিক্রি করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এতে ফক্স চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় বলেও খবরে প্রকাশ। এবারো বিগ ব্যাশের জন্য চ্যানেল নাইন এবং টেন নেটওয়ার্কের সাথে বড় একটি চুক্তি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এসব প্রেক্ষিতেই ফক্স কর্তৃপক্ষের এভাবে বেঁকে বসা কিনা তা অবশ্য জানা যায় নি।
ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড।