ভিডিও বিতর্কে পদত্যাগই করলেন অ্যালারডাইস!
ইংল্যান্ড ম্যানেজার হিসেবে যোগ দেয়ার মাত্র ৬৭ দিনের মাথায়ই পদত্যাগ করতে হল স্যাম অ্যালারডাইসকে। ইংলিশ পত্রিকা টেলিগ্রাফের এক অনুসন্ধানী রিপোর্টে ফেঁসে যাওয়ার পর ঐদিনের মাঝেই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয় সাবেক সান্ডারল্যান্ড ম্যানেজারকে।
টেলিগ্রাফের এক রিপোর্টার ব্যবসায়ী সেজে হাজির হয়েছিলেন বিগ স্যামের কাছে। ইংলিশ ফুটবলের দলবদলের বাজারে দারুণ আগ্রহও দেখিয়েছিলেন ছদ্মবেশী সেই সাংবাদিক। ভিডিওচিত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে খেলোয়াড় দলবদলের কৌশল বাতলে দিতে দেখা যায় অ্যালারডাইসকে। ইংলিশ ফুটবলে তৃতীয় পক্ষের মাধ্যমে খেলোয়াড় বদল নিষিদ্ধ হওয়ায় এমন ভিডিও প্রকাশের পরই ফেঁসে গিয়েছিলেন অ্যালারডাইস।
ইংলিশ এফএ ও নিজেদের সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ করেনি। তাই মাত্র এক ম্যাচ পরিচালনার পরই নিজের পদ থেকে সরে দাঁড়াতে হয় অ্যালারডাইসকে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। পরবর্তী চার ম্যাচের জন্য ইংল্যান্ড দলের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী গ্যারেথ সাউথগেটকে।