নিখোঁজ শিশুর জন্য খেলা থামালেন নাদাল
টেনিস কোর্ট তখন জমে উঠেছে খেলা। এমন সময় গ্যালারিতে শুরু হলো শোরগোল। হইচই শোনা গেল, এক শিশু গ্যালারি থেকে হারিয়ে গেছে। আর সেই খবর শুনেই খেলা থামিয়ে দিলেন রাফায়েল নাদাল। হৃদয়ছোঁয়া সেই ঘটনা হয়ে গেছে কাল স্পেনের মায়োর্কায়।
আনুষ্ঠানিক ম্যাচ নয়, খেলাটা ছিল প্রদর্শনীমূলক। রাফায়েল নাদালের সঙ্গী ছিলেন সিমোন সোলবাস। ডাবলস ম্যাচে ওপাশে জুটি ছিলেন সাবেক স্প্যানিশ খেলোয়াড় কার্লোস ময়া ও মার্কিন কিংবদন্তি জন ম্যাকেনরো। গ্যালারিতে দর্শক ছিল সাত হাজারের মতো। হঠাৎ সেখানে শোনা গেল এক মায়ের হাজারি। "ক্লারা, ক্লারা" বলে আকুল হয়ে সন্তানকে ডাকছেন ওই মা। সেই শব্দ নাদালের কানেও গেল। চাইলেই সেটি এড়িয়ে যেতে চাইবেন, সেটা করাই হয়তো স্বাভাবিক ছিল। কিন্তু নাদাল তখনই খেলা থামিয়ে দিলেন। দর্শকেরাও ম্যাচ থেকে মনযোগ সরিয়ে ওই শিশুকে খোঁজা শুরু করে দিল। শেষ পর্যন্ত খুঁজে পেতে খুব বেশি সময় লাগেনি, সবাই মিলে ক্লারাকে বের করে ফেলেছেন। মায়ের বুকে আবার ফিরে এসেছে ক্লারা। আবার খেলা শুরুর আগে দর্শকেরা তুমুল হাততালি দিয়ে যেন একটা "সম্মানই" দিয়েছেন নাদালকে।
পরে জানা গেছে, ক্লারা নামের ঐ শিশু গ্যালারিতে ঢোকার সময় মায়ের কাছ থেকে কোনোভাবে হারিয়ে গিয়েছিল। নাদাল খেলা বন্ধ না করলে হয়তো খুঁজে পেতে দেরিই হয়ে যেত!