মোশাররফের রেকর্ড গড়ে ফেরা
৮ মার্চ ২০১৪ সাল থেকে ১ অক্টোবর ২০১৬। মাঝে কেটে গেছে ৮ বছর ২০০ দিন। মোশাররফ হোসেনকে অপেক্ষা করতে হয়েছে এতোদিন, আরেকটি ওয়ানডে খেলার জন্য। আজ আফগানিস্তানের সংগে নিজের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে একটা রেকর্ড হয়ে গেছে তাঁর। বাংলাদেশের হয়ে সবচেয়ে লম্বা বিরতির পর ওয়ানডে খেলতে নামছেন এই বাঁহাতি স্পিনার।
সব মিলিয়ে দুই ওয়ানডের মাঝে লম্বা বিরতির রেকর্ডটা নিউজিল্যান্ডের জেফ উইলসনের। নিজের পঞ্চম ওয়ানডে খেলার জন্য তিনি অপেক্ষা করেছিলেন ১১ বছর ৩৩১ দিন! ম্যাচের হিসেবেও রেকর্ডটা তাঁরই। তাঁর বিরতিতে নিউজিল্যান্ড খেলে ফেলেছিল ২৭১টি ওয়ানডে! রুবেল সময়ের হিসাবের তালিকায় থাকবেন ৬ষ্ঠতে। আর ম্যাচের হিসেবে ২২তম। মোশাররফের এই বিরতিতে ১৪৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সময়ের হিসেবে এর আগের রেকর্ডটা ছিল ফারুক আহমেদের। নিজের ৬ষ্ঠ ওয়ানডে খেলার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ৮ বছর ১৪৪ দিন।