• " />

     

    সাকিবকে ছাড়িয়ে আরও উঁচুতে তামিম

    সাকিবকে ছাড়িয়ে আরও উঁচুতে তামিম    

    প্রথম ম্যাচেই হতে পারতো সেঞ্চুরিটা। সেদিন শতকের কাছে এসে ফিরে গেলেও সিরিজের শেষ ওয়ানডেতে আর ভুল করেন নি তামিম ইকবাল। দৌলত জাদরানের এর বলটি অন সাইডে ঠেলে দিয়ে এক রান নিয়েই পূর্ণ করলেন ওয়ানডেতে নিজের ৭ম সেঞ্চুরি। সেইসাথে নিজস্ব ভঙ্গিতেই উদযাপন করলেন বহুল প্রতীক্ষিত শতকের। গত ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও নিজের ব্যাটিং ফর্মে একটুও ভাঁটা পড়ে নি তামিম ইকবালের। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের ফর্মটাই যেন ধরে রেখেছেন বাংলাদেশী ওপেনার।

     

    তামিম সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছর মার্চে; পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছিলেন চট্টগ্রামের ছেলে তামিম। এরপর গত ১৭ মাসে ৬০ ও ৭০ রানের ঘরে আউট হয়ে ফিরেছেন বেশ কয়েকবার। এর মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি গড়ার কীর্তি গড়েন তিনি।

     

    তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই আসগর স্ট্যানিকজাইয়ের হাতে জীবন পান তামিম। মোহাম্মদ নবীর বলে মিড অফে ক্যাচ তুলে দিলেও তা হাত ফসকে যায় আফগান অধিনায়কের। জীবন পাওয়ার পর আর ভুল করেন নি বাংলাদেশী ওপেনার। বাকি সময়টায় খেলেছেন বুঝেশুনেই। ওয়ানডেতে নিজের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করার পথে ১১০ বল খেলে ১০টি চার মেরেছেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটা এখন তামিম ইকবালের। তাঁর পরেই রয়েছেন সাকিব আল হাসান (৬টি)।