বড়দের দলে ১৩ বছরের ফুটবলার!
স্কটিশ ডেভেলপমেন্ট লিগের সেল্টিক-হার্টস ম্যাচ চলছে। ম্যাচের ৮১ মিনিটে জ্যাক অ্যাইটচিসনকে তুলে নিলেন কোচ, বদলি হিসাবে যাকে নামানো হল তাকে দেখে তো সবার চোখ ছানাবড়া! এ যে একেবারেই শিশু! ১৩ বছরের এই বালককে নামিয়ে ইতিহাস গড়লেন সেল্টিক যুবদলের কোচ টমি ম্যাকলেনটার। কারামোকো ডেমবেলে নিজের অভিষেকেই সেল্টিকের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে মাঠে নামার রেকর্ড গড়েছে।
বিস্ময় বালকের নাম দেখে সবাই হয়ত ভেবেছিল সে দলের অন্য স্ট্রাইকার মৌসা ডেমবেলের আত্মীয়ই হবে! কিন্তু আসলে দুজনের মাঝে কোনো সম্পর্ক নেই। সিনিয়রদের দলে সে কীভাবে সুযোগ পেল, সেটি নিয়েও প্রশ্ন ছিল। কিন্তু মাঠ ৯ মিনিটের জন্য মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছে সে। টুইটারসহ অন্য সামাজিক মাধ্যমগুলোতেও তাকে নিয়ে হৈচৈ পরে গেছে।
এই মৌসুমেই ডাবলিনে সেন্ট কেভিনস বয়েজ একাডেমী কাপ প্রতিযোগীতায় সেল্টিক অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলে সবার নজরে আসে ডেমবেলে। সেখানে তার দারুণ কৌশল মুগ্ধ করে সবাইকে। এর পুরস্কার হিসাবেই হয়ত ‘বড়দের’ দলে জায়গা পেল ছোট্ট ছেলেটি।
অনূর্ধ্ব-২০ দলের হয়ে তার প্রথম ম্যাচের পর দলের ওয়েবসাইটে বলা হয়েছে , ম্যাচের শেষভাগে নেমে নিজের দায়িত্বটা ভালমতোই পালন করেছে ডেমবেলে। ছেলেটিকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারলে হয়ত একদিন ভালো কিছুই করে দেখাবে মূলদলের হয়ে।