• " />

     

    কাবাডি বিশ্বকাপে পাকিস্তানকে ডাকল না ভারত

    কাবাডি বিশ্বকাপে পাকিস্তানকে ডাকল না ভারত    

    নয় বছর পর কাবাডি বিশ্বকাপ শুরু হতে পাচ্ছে আগামী ৭ অক্টোবর। উপমহাদেশের নিজস্ব এই খেলার শীর্ষ আসর অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে। ১২ দলের এই খেলায় আমন্ত্রিত ছিল পাকিস্তানও। কিন্তু সীমান্ত নিয়ে চলমান উত্তেজনার কারণে পাকিস্তানকে শেষ পর্যন্ত আর না ডাকার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত।

    এক সময় সাফ গেমসে রূপার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে। বিশ্বকাপের মতো আসরে এমন শক্তিশালী একটা দল না থাকলে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই কমে যায়। সেটাই মনে করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি দেওরাজ চতুর্বেদি, “পাকিস্তানের সঙ্গে খেলার জন্য এখন ঠিক সময় নয়। পাকিস্তান আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের গুরুত্বপুর্ণ সদস্য। কিন্তু এখন বিরাজমান অবস্থা ও দুই দেশের পরিস্থিতির কথা ভেবে আমরা এই টুর্নামেন্ট  থেকে পাকিস্তানকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

    বিষয়টি মোটেই পছন্দ হয়নি পাকিস্তান কাবাডি ফেডারেশনের। তাদের দাবি, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে দুই দলকেই বাদ দিতে পারতো আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন।  পাকিস্তান কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক রানা মোহাম্মদ সারওয়ার উষ্মা প্রকাশ করে বলেছেন, “বিষয়টা হয়ে গেল ব্রাজিলকে বাদ দিয়ে ফুটবল বিশ্বকাপের মতো।”

    রাজনীতির প্রভাব ভালোভাবেই পড়তে শুরু করেছে উপমহাদেশের খেলাধূলাতেও।