ওয়াহ নম্বর তিন!
বাবা রীতিমতো কিংবদন্তি ক্রিকেটের। তাতে কী, বাবা তো! ছেলের তাই বয়েই গেছে, বাবার সব উপদেশ শুনতে! স্টিভ ওয়াহ তাই বেছে নিলেন অন্য পথ, নিজের কথাগুলো ছেলে অস্টিনকে বলালেন অন্য কোচকে দিয়ে। তবে শুনুক বা না শুনুক, ছেলেকে তিনি বলেছিলেন ক্রিকেটকে উপভোগ করতে। শুধু নিজের সাফল্য নয়, সতীর্থদের সাফল্যও উপভোগ করতে। নাহলে ‘টিম-গেম’ ক্রিকেটে যে বড্ড একা হয়ে পড়তে হয়!
বাবার উপদেশটা অস্টিন ওয়াহ মেনেছিলেন কিনা, কে জানে! তবে অস্টিনের সতীর্থদেরই এখন সময়, তাঁর সাফল্য উপভোগ করার। ওয়াহ-পুত্রের হাত ধরেই যে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে নিউ সাউথ ওয়েলস মেট্রো।
অস্টিনের দল ৫০ ওভারে করেছিলেন ২৭৪ রান, ৬ উইকেটে। তিনি একাই করেছিলেন ১২২ রান, ১৩৪ বলে। চারটা করে ছয় আর চার। ভিক্টোরিয়ার তরুণরা লক্ষ্য থেকে ছিটকে পড়েছে বেশ আগেভাগেই, ৩৪.১ ওভারে অল-আউট হয়ে গেছে ১২২ রানে।
নিউ সাউথ ওয়েলসের হয়ে অস্টিন ওয়াহই করেছেন টুর্নামেন্টে সবচেয়ে বেশী রান, ৭৪.৪ গড়ে ৩৭২। ফাইনালের আগে কোনো সেঞ্চুরি পাননি, সেঞ্চুরিটা জমিয়ে রেখেছিলেন শেষ ম্যাচের জন্যই!
বাবার উপদেশ শুনুন বা না শুনুন, অস্টিন ওয়াহ নিশ্চয়ই উপভোগই করছেন ক্রিকেটটা!