চোটের ভান করে মাঠ থেকে পলায়ন!
সন্দেহ নেই খবরটা পড়লে পিলে চমকে উঠবে আপনার। ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার ধুরন্ধর বুদ্ধি দেখে হয়তো অট্টহাসিতে গড়াগড়িও খেতে পারেন। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যে কাণ্ডটা করেছেন, আইন ও নৈতিকতাও সেটা সমর্থন করে না। মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশকে ফাঁকি দিতে অদ্ভুত এক উপায়ই বেছে নিয়েছেন এভারটনের এই ফরোয়ার্ড। ম্যাচের ৮২ মিনিটে চোট পাওয়ার নাটক করে অ্যাম্বুলেন্সে চেপে সটকে পড়েছেন ২৬ বছর বয়সী ভ্যালেন্সিয়া।
চৌদ্দো শিকে ঢোকার পথটা সুগম করেছেন ভ্যালেন্সিয়া নিজেই। মাসের পর মাস কন্যার ভরণপোষণ না দেওয়ায় সাবেক স্ত্রী মামলা ঠুকে দিয়েছেন তাঁর বিরুদ্ধে। টাকার অঙ্কে মোটেই কম নয় অর্থটা, প্রায় এক কোটি ত্রিশ লাখ। । বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ইকুয়েডরেই ছিলেন ভ্যালেন্সিয়া। ম্যাচের আগেই তাঁকে গ্রেপ্তারের জন্য তক্কে তক্কে ছিল পুলিশ। কিন্তু সতীর্থদের হস্তক্ষেপে তা হয়নি। শেষমেশ, রাজ্যের যত পুলিশ নিয়ে স্টেডিয়ামে জড়ো হন স্ত্রী পক্ষের আইনজীবী। উদ্দেশ্য চিলির বিপক্ষে ম্যাচটা শেষ হওয়া মাত্র ভ্যালেন্সিয়ার হাতে হাতকড়া পড়ানো।
বোধহয় উর্দির ভীড় দেখে পুলিশের মতলবটার আঁচ করতে পেরেছিলেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৮২ মিনিটে যখন ভ্যালেন্সিয়া অকস্মাৎ ভূমিশয্যা নিলেন তখন সন্দেহ হয়নি কারও। ঘাসের ওপর তাঁর কাতরানি দেখে স্ট্রেচারে করে প্রথমে তাকে মাঠের বাইরে নিয়ে যান মেডিকরা। ‘অবস্থার উন্নতি না হলে’ সিদ্ধান্ত হয় অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে পাঠানোর। এদিকে ঘটনা্র আকস্মিকতা দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে মাঠের পাশে জড়ো হওয়া পুলিশ। অ্যাম্বুলেন্স রওনা হয়ে যায় কাছের হাসপাতালের উদ্দেশ্যে। এরপর আর ভ্যালেন্সিয়াকে পায় কে! পুলিশকে বোকা বানিয়ে পগাড় পার হয়ে যান এভারটনের ফরোয়ার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত লাপাত্তা রয়েছেন ২৬ বছর বয়সী ফুটবলার।
লাল দালানের ভাত এড়ানোর পাশাপাশি একটা সুখবরও অবশ্য আছে ভ্যালেন্সিয়ার জন্য। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে আদালত। তাঁর সাবেক স্ত্রীর আইনজীবী পুরো ঘটনাটায় দায় দেখছেন কতিপয় পুলিশ কর্মকর্তার অসহযোগিতার। পাশাপাশি তুলেছেন গুরুত্বপুর্ণ একটা প্রশ্নও, “এই লোকটা এত টাকা কামালেও মেয়ের ভরণপোষণ করে না কেন?”
অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এলে এর উত্তর দিতে পারবেন কেবল এনার ভ্যালেন্সিয়াই।