• " />

     

    ১৪ বছরেই মূল দলে অভিষেক!

    ১৪ বছরেই মূল দলে অভিষেক!    

    গ্যালাতাসারাই- লেভস্কি সোফিয়া ম্যাচের নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষ। প্রদর্শনী ম্যাচ হওয়ায় ফলাফল নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছিলেন না কেউই। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে গ্যালাতাসারাই কোচ যা করলেন তাতে দুই দলের সবারই চক্ষুচড়ক গাছ! ১৪ বছরের এক বালককে মাঠে নামিয়ে সবাইকে অবাক করে দিলেন ওল্ডে রেইকেরিনক। সেই সাথে ক্লাবের ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে রেকর্ডবুকে নাম লেখাল মুস্তাফা কাপি।

    তুরস্কের ছোট্ট শহর ডেনিজলিতে ২০০২ সালে জন্ম নেয়া মুস্তাফা গত তিন বছর ধরে ক্লাবের একাডেমীতে খেলছেন। কিন্তু এত  দ্রুত সিনিয়র দলে সুযোগ পাবেন তা হয়ত স্বপ্নেও ভাবেননি। আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্লাবের অনেক সদস্যই অনুপস্থিত ছিলেন গতকাল। কোচ তাই তরুণ দলই নামিয়েছিলেন মাঠে। তবে ম্যাচের শেষে এরকম একটা চমক দেখাবেন তা কেউই ভাবেননি।

    ২০ বারের লিগ জয়ী দলে এই বয়সেই অভিষেক হওয়া একটা স্বপ্নের মতো ব্যাপার। ম্যাচশেষে তাই মুস্তাফাকে জড়িয়ে ধরেই অভিনন্দন জানালেন কোচ। ভবিষ্যতে কতদূর যেতে পারে এই বালক, সেটা সময়ই বলে দেবে।