মিয়াঁদাদের কাছে টাকাটাই বড়: আফ্রিদি
শহীদ আফ্রিদির বিদায়ী সংবর্ধনা পাওয়া না পাওয়া নিয়ে সংশয় কাটছে না। এর মাঝেই জাভেদ মিয়াদাঁদ করেছেন বিতর্কিত এক মন্তব্য। আফ্রিদি টাকার জন্যই বিদায়ী ম্যাচ চাইছেন- মিয়াদাঁদের এমন মন্তব্যের জবাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, মিয়াদাঁদই টাকার ব্যাপারে বেশি ভাবতেন!
করাচিতে সাংবাদিক সালিম খালিকের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেন আফ্রিদি। মিয়াদাঁদ তাঁকে অর্থলোভী বলায় চটেছেন আফ্রিদি, “ জাভেদ মিয়াদাঁদের জন্য সবসময়ই টাকাই বড়। একজন কিংবদন্তি ক্রিকেটারের মুখে এই ধরনের কথা মানায় না।”
বিদায়ী সংবর্ধনা না পেলেও মানুষ তাঁকে আগের মতই ভালোবেসে যাবে বলেই বিশ্বাস করেন। তবুও শেষবারের মতো পাকিস্তানের হয়ে মাঠে নামতে চান আফ্রিদি, “আমি পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির সাথে দেখা করব। বোর্ড আমাকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দেবে কিনা এই ব্যাপারে কথা বলব।”
এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিট আছেন কিনা এই প্রশ্নের জবাবে স্বভাবসুলভ ভঙ্গিতে আফ্রিদি বলেন , “আমি এখনো তোমাদের মতো ১০ জনের সাথে পাল্লা দিতে পারব!”
এদিকে আফ্রিদির মন্তব্যে খেপেছেন মিয়াদাঁদ। সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদির বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগও আনেন, “পুরো দলেই ম্যাচ ফিক্সার ছিল। তারা পাকিস্তানকে বিক্রি করে দিয়েছিল। আমার যদি টাকার সমস্যাই থাকত তাহলে আমি দল ছাড়তাম না। কিন্তু আমি সেটা করেছি।”