শান্তির ম্যাচে ভেরন-ম্যারাডোনা সংঘর্ষ
তাঁদের সম্পর্কটা কোনকালেই ভালো ছিল না। আর্জেন্টিনার কোচ থাকার সময় দুজনের একটা চাপান উতোর খানিকটা ছিল। হুয়ান ভেরন আর্জেন্টিনা দলকে বিদায় জানিয়েছেন অনেক আগেই, ডিয়েগো ম্যারাডোনাও কোচের পদ ছেড়েছেন। কিন্তু সেই তিক্ত সম্পর্কের ঝাঁঝটা এখনো যায়নি, গতকালের ‘শান্তির জন্য ম্যাচে’ সেটাই প্রমাণিত হল আবার। কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন সাবেক এই গুরু- শিষ্য।
কয়েক মাস আগে ইতালিতে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৩০০ মানুষ। তাদের স্মরণেই পোপ ফ্রান্সিস এই ম্যাচের আয়োজন করেন। রোমার অলিম্পিকো স্টেডিয়ামের এই ম্যাচে ছিলেন ম্যারাডোনা, ভেরন, কাফুদের মতো নামিদামি ফুটবলাররা। ম্যারাডোনা এবং ভেরন এই ম্যাচে ছিলেন আলাদা দলে। বিরতির ঠিক আগমুহূর্তে ম্যারাডোনাকে ফাউল করেন ভেরন। আর এতেই খেপে গিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। বিরতির বাঁশি বাজার পর ভেরনের দিকে তেড়েফুঁড়ে এগিয়ে গেলে পরিস্থিতি সামাল দেন সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু। নিরাপত্তা বাহিনীর সাহায্যে ম্যারাডোনাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
ফাউলের পর দুজনের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে কয়েক দফা। সেখানে ভেরন ম্যারাডোনাকে অশ্রাব্য কিছু বলেছেন বলেও শোনা গেছে। তবে পরবর্তীতে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তির ম্যাচে এরকম অশান্তির কাজ করে দুজন বুঝিয়ে দিলেন, কিছু জিনিস কখনোই বদলায় না!